০১:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাহিন না অঞ্জন এলাহি

ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে?

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ ডিসেম্বর ২০১৭ | | ২৫৫
, টাঙ্গাইল :

আরিফুজ্জামান শাহিন না অঞ্জন এলাহি, কে মির্জাপুর উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক? এ প্রশ্ন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চাউর হচ্ছে।

জেলা ছাত্রদল বলছে আরিফুজ্জামান শাহিন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্যদিকে মির্জাপুর উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া বলছেন অঞ্জন এলাহি বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এনিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ধোয়াশার সৃষ্টি হয়েছে।

এদিকে দু নেতাই নিজেদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিলি ও সিনিয়র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে প্রচার প্রচারনা চালাচ্ছেন। দুই নেতা নিজেদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধূ¤্রজালের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০১৪ সালে মো. ফরিদ মিয়া সভাপতি ও সাইদুর রহমান শপথকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা ছাত্রদল। ওই কমিটিতে আরিফুজ্জামান শাহিনকে এক নম্বর যুগ্ম সম্পাদক, কাজী হারিজ ও অঞ্জন এলাহিকে যথাক্রমে দুই ও তিন নম্বর যুগ্ম সম্পাদক করা হয়।

এদিকে সাইদুর রহমান শপথ জীবিকার প্রয়োজনে চাকুরি নিয়ে প্রায় এক বছর আগে সৌদি আরব পাড়ি জমালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদটি শূণ্য হয়ে পড়ে। এতে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কর্যক্রমে স্থবিরতা নেমে আসে। ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে সম্প্রতি উপজেলা ছাত্রদলের সভাপতি কমিটির তিন নম্বর যুগ্ম সম্পাদক অঞ্জন এলাহিকে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে এক নম্বর যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের বিধান থাকলেও উপজেলা ছাত্রদল সভাপতি মো. ফরিদ মিয়া অঞ্জন এলাহিকে এ দায়িত্ব দেন। এনিয়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অন্যদিকে উপজেলা ছাত্রদল সভাপতির গঠনতন্ত্র বিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাখান করে কমিটির এক নম্বর যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান শাহিন জেলা ছাত্রদলের কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকের নির্দেশে দপ্তর সম্পাদক মো. শাহাদত হোসেন বিদ্যুৎ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আরিফুজ্জামান শাহিনকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়াকে চিঠি দেন।

চিঠির অনুলিপি মির্জাপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞারকে দেয়া হয়।

জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান শাহিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়াকে চিঠি দিলেও তিনি তা আমলে না নিয়ে অঞ্জন এলাহিকেই মির্জাপুর উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

একদিকে আরিফুজ্জামান শাহিন অন্যদিকে অঞ্জন এলাহি দুজনেই নিজেদের উপজেলা ছাত্রদলের বৈধ সাধারণ সম্পাদক দাবি করে পৃথকভাবে ছাত্রদলের কার্যক্রম চালিয়ে যাচেছন।

টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতারা বলছে আরিফুজ্জামান শাহিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অন্যদিকে উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া বলছেন অঞ্জন এলাহি মির্জাপুর উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। দুই নেতা নিজেদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধূ¤্রজালের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আরিফুজ্জামান শাহিন এক নম্বর যুগ্ম সম্পাদক হলেও বিগত আন্দোলন সংগ্রামে তাকে পাওয়া যায়নি। দুই নম্বর যুগ্ম সম্পাদক কর্মজীবনে প্রবেশ করায় উপজেলা ছাত্রদলের বর্ধিত সভায় তিন নম্বর যুগ্ম সম্পাদক অঞ্জন এলাহিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

অঞ্জন এলাহিই উপজেলা ছাত্রদলের বৈধ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে তিনি দাবি করেন।

একই প্রশ্নের উত্তরে টাঙ্গাইল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শাহাদৎ হোসেন জানান, টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে মির্জাপুর উপজেলা ছাত্রদলের কার্যক্রম বৃদ্ধির লক্ষে এক নম্বর যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান শাহিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম পরিচালানার জন্য উপজেলা ছাত্রদল সভাপতিকে নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক আরিফুজ্জামান শাহিন মির্জাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে তিনিও দাবি করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, দুইজনই দলের ছেলে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।

বিষয়টি বসে ফয়সালা করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি