টাঙ্গাইলে দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন মো. বজলুর রশিদ নামে এক ঔষধ বিক্রেতা। ভোক্তাদের এমন অভিযোগে তার ফার্মেসী অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ মে) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আওতায় টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ বাজারে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করেন- ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
জরিমানাপ্রাপ্ত বজলুর রশিদ টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ বাজারের মেসার্স লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী ও একজন ঔষধ বিক্রেতা। এছাড়াও তার ফার্মেসীতে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ, মূল্য বিহীন ঔষধ (ফিজিশিয়ান স্যাম্পল) সংরক্ষণ করে রাখাসহ ড্রাগ লাইসেন্সের হালনাগাদ ছিল না।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, ওই ফার্মেসীর মালিক মো. বজলুর রশিদ ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল ও ফার্মেসীর ড্রাগ লাইসেন্সের হালনাগাদ না থাকা এবং মূল্য বিহীন ঔষধ (ফিজিশিয়ান স্যাম্পল) সংরক্ষণ করে রাখার দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সে আর কোনো রোগীকে সেবা দিবেন না মর্মে মুচলেকা দেন। এছাড়া অভিযানে সকল ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করা, মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ, কসমেটিকস বিক্রয় না করতে অনুরোধ জানানো হয়। সচেতনতামূলক লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...