টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের ২০২৪ সালের ৫৮তম ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছেন।
মির্জাপুর ক্যাডেট কলেজের প্রশাসনিক কর্মকর্তা অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম,পিএসসি, উপাধ্যক্ষ মোঃ এ টি এম মোয়াজ্জেম হোসেন এবং মেজর আব্দুল্লাহ আল মামুন,পিএসসি, জি,আর্টিলারি,এ্যাডজুট্যান্ট মহোদয়গনের তথ্য মতে, ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৮তম ব্যাচে বিজ্ঞান বিভাগ হইতে মোট ৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, এবং সকল পরীক্ষার্থীই গোল্ডেন জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।
অধ্যক্ষ মহোদয় বলেন, অতীত এবং বর্তমানের ন্যায় ভবিষ্যতেও অত্র প্রতিষ্ঠানটি তাদের ধারাবাহিক সাফল্য ধরে রাখবে এবং অত্র ক্যাডেটের ক্যাডেটরা দেশের কল্যাণে সাফল্য অর্জন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম,পিএসসি।
১৯৬৩ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৬৫ সাল থেকে প্রথম শিক্ষাবর্ষ শুরু করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...