০৯:৪৭ পিএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

রাতে হঠাৎ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে দোকানে রাখা জিনিসপত্র। ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি বাজারে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

মির্জাবাড়ি বাজারের ব্যবসায়ীরা জানান,গত শনিবার দিবাগত রাতে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতে হঠাৎ করে বাজারের রেজাউলের হোটেলে আগুন দেখতে পায় বাজার প্রহরিরা। বাজার প্রহরির লোকেরা আগুন দেখে ডাক চিৎকার করলে বাজারের আশপাশের লোকজন ছুটে আসে। পরে মধুপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয় লেপতোষক,কম্পিউটার, ফার্মেসী, হোটেল,ডেকোরেটর, কনফেশনারীসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ  টাকার মতো। আগুনে পুড়ে গেছে রফিজ উদ্দিনের লেপ তোষকের দোকান, আশরাফ আলীর ডেকোরেটরের দোকান, রেজাউল করিমের হোটেল,আবু হানিফের কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান, মজনুর ফার্মেসী, গোপালের কনফেকশনারি, রাখালের দই মিষ্টির দোকান, বাবলুর মুদির দোকান, সাইদুরের কম্পিউটারের দোকান। 

লেপ তোষকের দোকানদার রফিজ উদ্দিন জানান, তিনি লেপ তোষকের দোকান করে সংসার চালাত। এ দোকান পুড়ে যাওয়ায় তার চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে।  

আবু হানিফ জানান, কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান পুড়ে তার ১৩/১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । 

আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত দোকান দেখতে ছুটে আসে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, ওসি মোল্লা আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

ফায়ার সার্ভিসের সদস্য জয়নাল আবেদীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। 

মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক জানান,গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে তার প্রাথমিক ধারণা। তিনি জানান, ৭ টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের তার ধারণা । 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি