"চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছ। সোমবার বিকেলের শহর সমাজসেবা কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারুল মাহবুব খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিজা তাবাসসুম খান প্রমুখ।
এসময় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। এই ভালো লাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। আজ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...