১০:০৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবাদ সম্মেলন

চাকুরীর পরীক্ষায় ১ম হয়েও বাদ পরার শঙ্কা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ মে ২০১৭ | | ৩০০০
, টাঙ্গাইল :

চাকুরীর পরীক্ষায় প্রথম হয়েও বাদ পরার শঙ্কায় ও চাকুরী পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে মোঃ মোকলেছ মিয়া (৩২)।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৪৪নং টেঙ্গুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে।

সোমবার বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে চাকুরী পাওয়ার দাবীতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সে টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেঙ্গুরিয়া পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম শাহাজাহান মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানা যায়, গত ২০১৪ সালের ২৭ ফেব্রæয়ারি বাসাইল উপজেলার ৪৪নং টেঙ্গুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে চাকুরীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে দুইজনের সনদপত্র ভুল থাকায় তাদের বাতিল করা হয়। এর ফলে তিন জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয় মোঃ মোকলেছ মিয়া (৩২)। তবে অদৃশ্য কোন কারণে সনদপত্রে ভুল থাকার পরও নিয়োগ কমিটি দুইজনের মধ্যে সোহেল মিয়া নামের একজনকে ওই পরীক্ষা অংশগ্রহণ করিয়ে উত্তীর্ণ দেখায়। এর ফলে তিনি ওই চাকুরীর পরীক্ষায় প্রথম হয়েও এখনও নিয়োগ পাননি।

অতি দরিদ্র পরিবারের সন্তান মোকলেছ মিয়া চলমান অনিয়ম তদন্তের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনে অভিযোগ করেও কোন সুরাহা না পাওয়ায় হতাশ। তাই তিনি বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

টেঙ্গুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান জুয়েল নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম হয়নি দাবী করে বলেন, পরীক্ষা সোহেল মিয়া প্রথম ও মোখলেছ মিয়া দ্বিতীয় হয়। এ কারণে নিয়োগ কমিটি সোহেল মিয়াকে উত্তীর্ণ করে। তবে রাষ্ট্রীয় কারণে নিয়োগটি এখনও স্থগিত থাকলেও এর বিরুদ্ধে অনিয়মের তদন্তের দাবীতে মোখলেছ মিয়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসে অভিযোগ করেন। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ অভিযোগে তিনবার তদন্ত করে কোন ত্রæটি পায়নি বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে বাসাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আকলিমা চৌধুরী বলেন, এ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বরাবর প্রেরণ করা হয়েছে।

তবে এ নিয়োগ পরীক্ষায় তারা কোন অনিয়ম পায়নি বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি