১০:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষায় সুশিক্ষিত হয়ে পৃথিবী আলোকিত করতে হবে: কৃষিমন্ত্রী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, শিক্ষায় সুশিক্ষিত হয়ে পৃথিবী আলোকিত করতে হবে। তোমারদের দেশ প্রেমে এগিয়ে আসতে হবে। তোমার সুশিক্ষিত হয়ে শিক্ষা দিয়ে পুরো পৃথিবীতে আলো জ্বালাতে হবে। তোমাদের লক্ষ নিয়ে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু যেমন দেশকে ভালোবেসে ছিলেন। ঠিক তেমনি তোমাদেরও ভালোবাসতে হবে। সূর্যের মতো আলো ছড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বড়দের সম্মান করতে হবে। ছোটদের আদর করতে হবে। মা-বাবাকে ভালোবাসতে হবে। মা-বাবা তোমাদের ছোট থেকে অনেক কষ্টে বড় করে তুলেছেন। তাদের স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্ন তোমাদের পূরণ করে মা-বাবার মনের আশা পূরণ করতে হবে।
 
তিনি আরও বলেন, ভালোভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে হবে। সমাজে তোমাদের আলো ছড়াতে হবে। প্রযুক্তির সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। তোমাদের লক্ষ্য একটাই ভালোভাবে শিক্ষা অর্জন করতে হবে। মেধা দিয়ে এগিয়ে যেতে হবে। তোমরা যারা মেধাবী ভালো রেজাল্ট করেছ সুশিক্ষিত হয়ে এ দেশের জন্য কাজ করবে।

কৃষিমন্ত্রী শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- ২০২০ অনুষ্ঠানে এসব কথা বলেন।  

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো কলেজে চাকুরী করেন শুধু এটা হলেই চলবে না। আপনারা ভালো শিক্ষক এটা হলেও চলবে না। আপনার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিয়ে শিক্ষার বিকাশ ঘটান। ভালো শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন ভালো পড়াশোনা করে সেই দিকেও আপনাদের লক্ষ রাখতে হবে।  তরা ভালো রেজাল্ট করতে পারলে আপনারা সফল হতে পারবেন।  

উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনৃষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে এবং স্পাইচ  এফএম এর আরজে সাজ্জাদ রহমান হ্যাভেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদ হাসান মাসুদ, এনটিভির সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন, শিক্ষক মো. মোজ্জামেল হক, মো. সাইফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী আফসানা মীম, নিশিতা নীতি প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের পক্ষ থেকে উপজেলায় এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ৬৩ জন শিক্ষর্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকা গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি