০৫:২৯ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া হতে ভুয়া ডিবি পরিচয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজন আসামীকে গ্রেফতার ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ৫ জুলাই শহরের হক ফ্লাওয়ার মিলের সহকারি ম্যানেজার মির্জা মাসুদুল খোকন মোটরসাইকেল যোগে টাকা নিয়ে ইউসিবি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। কান্দাপাড়া এলাকায় পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস তাকে বেরিকেড করে ডিবি পুলিশ পরিচয়ে তাকে গাড়িতে তোলেন। পরে গাড়িতে কিল ঘুসি দিয়ে তার কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা নিয়ে তাকে রাস্তায় ফেলে চলে যায়।

পরে ওইদিন তিনি টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহায় করে ৯ জুলাই ছিনতাইয়ে যুক্ত থাকার অভিযোগে ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়া থেকে ইমরান হোসেন শামীম (৩৬) নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়। পরদিন ১০ জুলাই আসামীকে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে থেকে ছিনতাইয়ের গুরত্বপূর্ণ তথ্য বের হয়ে আসে। তিনি ১৩ জুলাই দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।

পরে শামীমের দেওয়া তথ্য অনুযায়ী ১১ জুলাই হক ফ্লাওয়ার মিলের শ্রমিক মো. শফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে ১২ জুলাই দোষ স্বীকার করে শফিকুল ইসলাম আদালতে জবানবন্দি দেন। ওই দিনই সিরাজগঞ্জের শাহাদাতপুর হতে ৫০ হাজার টাকাসহ মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ১৩ জুলাই দোষ স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দেন। পরে সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ি ১৩ জুলাই মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকা থেকে ৫০ হাজার টাকাসহ মো. আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়। তিনিও ১৪ জুলাই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ২৬ জুলাই রোববার ভোরে আসামী সবুজকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন...

ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫ বাবার ভোট দিতে এসে ছেলে আটক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি