০৪:৫৯ এএম | টাঙ্গাইল, রোববার, ১৯ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪মে শনিবার সকালে নাগরপুর উপজেলা মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নাগরপুর উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯০০শত ভোটারের মধ্যে ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫১টি পদের মধ্যে ১৫টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩৬টি পদে শিক্ষকবৃন্দরা স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।  

নির্বাচনে ৩৮১ ভোট পেয়ে মো. হোসেন মিঞা সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী গৌতম কুমার সাহার প্রাপ্ত ভোট ২৩০। মোছাঃ কানিজ ফাতেমা রলে ৪৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন আর-রশিদ পেয়েছেন ৩০১ভোট।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সার্বিক তত্বাবধানে সংশ্লিষ্ট নির্বাচনে পর্যবেক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সহিনুর রহমান খান, নির্বাহী সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ, নির্বাহী সম্পাদক বাশিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সহ-প্রচার সম্পাদক নুরুর রহমান সজল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম আল মামুন, টাঙ্গাইল সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, সহ সম্পাদক মরিয়ম খান, শিক্ষা সম্পাদক মো. ঈমান আলী, দেলদুয়ার উপজেলা শাখার নির্বাহী সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আমির হামজা, নির্বাহী সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া, মির্জাপুর উপজেলা শাখার শিক্ষক নেতা দেওয়ান মো. শামীম, মো. রফিকুল ইসলাম, ঘাটাইলের আশরাফুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের শপথ অন ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত  কালিহাতীতে বজ্রপাতে দুই ভাই নিহত ভূঞাপুরে হেলিকপ্টার প্রতিকের কর্মীসমর্থকের উপর হামলার অ দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলেন নাবিক সাব্বির কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের জুথী  ‘ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে’ গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক  টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহ গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধুর মৃত্যু টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি