১০:৩১ পিএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফেসবুক বন্ধুদের মাধ্যমে কর্মহীনদের সহায়তার উদ্যোগ আ’লীগ নেতা লিটনের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এবার নিজের ফেসবুক বন্ধু তালিকায় থাকাদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ আড়াই লাখ টাকা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন প্রবাসী আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ লিটন। 

“অনফঁষ কধষধস অুধফ খরঃড়হ” নামে থাকা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্টাটাস দিয়ে ব্যতিক্রমী উদ্যোগে আর্থিক সহায়তা করার কথা জানিয়েছেন তিনি।

তাঁর ফেসবুকের ৫শ জন বন্ধুর প্রত্যেককে একজন করে গরীব ও অসহায় মানুষের নাম ঠিকানা ও তার বিকাশ নম্বর ম্যসেঞ্জারে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এভাবে প্রত্যেকে ৫শ টাকা করে নগদ আড়াই লাখ সহায়তা দিবেন তিনি। 

এর আগে গত রমজান মাসে আবুল কালাম আজাদ লিটন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই হাজার কর্মহীন অসহায় পরিবারে ৫শ টাকা করে নগদ দশ লাখ টাকা এবং বিপুল পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আবুল কালাম আজাদ লিটন উপজেলার বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ ছাদুর ছেলে। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

দুই যুগের বেশি সময় ধরে তিনি চীনের প্রাদেশিক শহর হংকংয়ে সপরিবারের বসবাস করে ব্যবসা করছেন। ব্যবসার প্রয়োজনে হংকং থাকলেও কয়েক মাস পরপর দেশে এসে সক্রিয় রাজনীতি ও জনসেবায় অংশ নিয়ে থাকেন।

আবুল কালাম আজাদ লিটন তাঁর ব্যক্তিগত উপার্জনের একটি অংশ দিয়ে এলাকার অসহায় সুস্থ মানুষকে সহায়তা করে থাকেন। পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন। ইতিমধ্যে তিনি মির্জাপুর উপজেলায় গরিবের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন। 

বর্তমান সময়ে তিনি হংকংয়ে অবস্থান করলেও করোনার প্রভাবে নিজ উপজেলার কর্মহীন মানুষকে নানা ভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন।  

এ ব্যাপারে আবুল কালাম আজাদ লিটন বলেন, প্রবাসে থাকার কারণে ফেসবুক বন্ধুদের মাধ্যমে প্রতি নিয়ত নিজ এলাকা ও দেশের খবরা খবর পেয়ে থাকি। আর ফেসবুক বন্ধুরা প্রতি নিয়ত আমার ভালো কাজে উৎসহ দিয়ে থাকেন। তাই সেইসব বন্ধুদের সম্মার্থে এবার ভিন্নভাবে সহায়তা দেয়া উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি