০৮:৪০ পিএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আ'লীগ নেতার সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

বড় ভাইয়ের পালিত কন্যার প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ তুলে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মানবধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সভাপিত শেখ শামসুল হক।

সোমবার নাগরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এসময় তিনি বলেন, আমাকে ও আমার বড় ভাই অবসর প্রাপ্ত যুগ্ম সচিব শেখ মো. আব্দুল আহাদকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভূয়া ও ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্য প্রনোদিত হয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমার বড় ভাই শেখ আব্দুল আহাদ শতভাগ সৎ। তাঁর কর্তব্যকালে বিভিন্ন মন্ত্রনালয় সহ সারা উপজেলাবাসী তাঁর নিষ্ঠা ও সততার বিষয়টি অবগত আছেন। মালা বেগম তার ভাইয়ের পালিত কন্যা বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ পরিবেশনকারী সাংবাদিক আমজাদ হোসেন রতন ও তোফাজ্জল হোসেন তুহিন অভিযোগকারী বিশু মিয়ার দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা সংবাদটি পরিবেশন করেছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে মালা বেগম বলেন, প্রায় ১৭ বছর আগে আমার পালক পিতা শেখ মো.আব্দুল আহাদ আমাকে কলিয়া গ্রামের বিশু মিয়ার ছেলে কামরুলের সাথে বিয়ে দেন। সে সময় আমার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক ছিল। সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আমার চাচা শ্বশুর আব্দুল জলিল ও আমার পিতার নিকট থেকে টাকা নিয়ে স্বামীকে বিদেশ পাঠাই। অথচ আমার শ্বশুর বিশু মিয়া এখন মিথ্যা কথা বলে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমার স্বামী অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। মূলত তার দ্বিতীয় স্ত্রীকে স্বীকৃতি দিতেই আমার শ্বশুর ও স্বামী আমার উপর অমানুষিক নির্যাতন এবং আমার পালিত পিতা ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনসহ ৭ ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মো.হাবিবুর রহমান, সিপিবি নাগরপুর উপজেলা শাখার সভাপতি খোরশেদুন্নাহার ভূইয়া, বাংলাদেশ মানবধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো. মুক্তার হোসেন, কলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো.হারুন খান।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি