০৯:৫৮ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পোষ্ট মাস্টারকে গুলি-ছিনতাই

টাঙ্গাইলে ছাত্রলীগ-যুবলীগের ২ নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠন দু’টির দায়িত্বপ্রাপ্তরা।

জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজীদুল ইসলাম জিসানকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করে চিঠি দিয়েছে জেলা আহবায়ক কমিটি। জিসানের বাড়ির ঘাটাইল উপজেলার হামিদপুরে। 

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভিরুল ইসলাম হিমেল বলেন, জিসানের বহিষ্কার চেয়ে ৭ জুন আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে চিঠি দিয়ে সুপারিশ করেছি। কারণ সে ঘটনার সাথে জড়িত। ছাত্রলীগ ব্যক্তির অপরাধের দায় নিবে না।

এদিকে কালিহাতী উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতার নাম মনিরুল ইসলাম সজীব। তিনি উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। 

কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা সজীবকে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ জানিয়ে জেলা কমিটির কাছে চিঠি দেই। পরে জেলা কমিটি ০৬ জুন তাকে পদ থেকে অব্যাহতি দেয়।

উল্লেখ্য, গত ১৭ মে কালিহাতী উপজেলার বল্লা তাঁত বোর্ডের কাছে বল্লা সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার মুজিবর রহমানকে গুলি করে সঞ্চয় পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঐদিনই কালিহাতী থানায় মামলা করেন পোস্ট অফিসের পরিদর্শক শেখ হোসেন জোবায়ের। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য জিসানের জবানবন্দিতে কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারি বলে উল্লেখ করা হয় বলে জানান আদালত পুলিশ।

গুলিবিদ্ধ আহত পোষ্ট মাস্টার মুজিবর রহমান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি