০৩:৪২ পিএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গাফিলতির অভিযোগ

বেতন পাচ্ছে না বঙ্গবন্ধু সেতু’র কর্মকর্তা-কর্মচারীরা

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬ | | ৩৯৯৫
, টাঙ্গাইল :

দেশের অন্যতম বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিবিএ’র প্রকৌশলীদের গাফিলতির কারনে তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু রক্ষনাবেক্ষন ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত সাবেক এমসিসিসি-এসইএল-ইউডিসি জয়েন্ট ভেঞ্চার কোম্পানীর মেয়াদ শেষ হওয়ার পর সেতুটির রক্ষনাবেক্ষনের জন্য নতুন করে কমিউনিকেশন কন্ট্রাকশন কোম্পানী অব চায়না (সিসিসিসি) কে দায়িত্ব দেয়া হয়।

অপরদিকে সেতুর টোল আদায়সহ সেতুর অন্যান্যের পরিচালনার জন্য নতুন কোন কোম্পানী নিয়োগ না হওয়ায় এর দায়িত্ব নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিবিএর অধীন সেতুর টোল আদায় এবং সংশ্লিষ্ট কাজে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী সেতুর সাইট অফিসের সহকারি প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারনে তিন মাস যাবত কোন বেতন পাচ্ছেন না। ফলে দীর্ঘদিন যাবত বেতন না পাওয়ায় অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। এছাড়া বিবিএর সাইট অফিসের প্রকৌশলীদের কাছে বেতনের বিষয়ে বলতে গেলে চাকুরি হারানোর ভয় দেখানো হয় বলে কর্মরত অনেকেই অভিযোগ করেছেন।

সেতুতে নিয়োজিত দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সেতুর রক্ষনাবেক্ষন ছাড়া বাকি টোল আদায়সহ অন্যান্য বিষয়ে পরিচালনার দায়িত্বে রয়েছেন সুতরাং সরকারি ভাবেই বেতন বা বকেয়া বেতন দিতে হবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীকে। টেকনিক্যাল সমস্যার কারনে বেতন দিতে সময় হচ্ছে বলে জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করেন, বঙ্গবন্ধু সেতুর বিবিএর সাইট অফিসের প্রধান সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলীকে বকেয়া বেতনের জন্য জিজ্ঞাস করতে গেলে চাকুরী হারানোর ভয় দেখান তিনি। চাকুরী হারানোর ভয়ে প্রতিবাদ করার সাহস হচ্ছে না।

তারা আরো জানায়, চাকুরীর টাকা দিয়েই আমাদের সংসার চলে। ঘরে খাবার নেই। তিন মাস ধরে বেতন না পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুর টোল এন্ড ফাইন্যান্স কর্মকর্তা মো. আতিকুল হাসান বলেন, যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সরাসরি টোল আদায় করছে। সুতরাং সরকারি টাকা বা বেতন পরিশোধের জন্য টেকনিক্যাল সমস্যা আছে। মূলত টেকনিক্যাল বিষয়ের কারনে বেতন প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে শুনেছে অতিদ্রুতই বকেয়া বেতন দেয়া হবে।

এ বিষয়ে একাধিকবার মোবাইলে যোগাযোগে ব্যর্থ হয়ে অফিসে গিয়ে বক্তব্য নিতে গেলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ আছে বলে জানান বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলী।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি