০৬:২৭ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল সোনালী ব্যাংকের লোকসানী দুটি শাখাকে  লাভজনক করলেন ব্যবস্থাপক রাইসুল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

লোকসানী দুই শাখাকে টাঙ্গাইলের সোনালী ব্যাংক লিঃ ভিক্টোরিয়া রোড শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদানের মাত্র ৯ মাসেই লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করে তুলতে সক্ষম হলেন খন্দকার রাইসুল আমিন।

লোকসানের দিক নির্ণয়, ব্যাংক পরিচালনায় অভিনব কৌশল, আন্তরিকতা আর মান সম্মত গ্রাহক সেবার মাধ্যমে যে কোন লোকসানী ব্যাংককে লাভজনক করে তোলা সম্ভব এমন বিশ্বাসকে পুজি করেই এ সাফল্য অর্জন করলেন নবাগত এই ব্যাংক ব্যবস্থাপক। তবে গত চার বছরের লোকসানী ব্যাংককে এত দ্রুত সময়ে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের বিশেষ কৌশল স্বরূপ তিনি গ্রহণ করেন বিনিয়োগ বৃদ্ধি আর শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম।

এছাড়াও ব্যাংকের এ শাখাটিকে ভবিষ্যতেও লাভজনক রাখতে তিনি ইতোমধ্যেই শুরু করেছেন সরকারি চালান ফরম জমা কার্যক্রম।

ব্যাংক সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের ২ অক্টোবর টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোডের বড়কালিবাড়ী ব্রীজ সংলগ্ন ব্যক্তি মালিকাধীন ইসলাম মার্কেটের ভাড়াকৃত দ্বিতীয় তলায় প্রতিষ্ঠিত হয় সোনালী ব্যাংক ভিক্টোরিয়া রোড শাখা। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকের এই শাখাটি স্বাভাবিক ভাবে পরিচালিত হলেও গত ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধারাবাহিক ৪ বছর ক্ষতির দায় টানতে থাকে সোনালী ব্যাংকের এই ভিক্টোরিয়া শাখাটি। গত ৪ বছরের মধ্যে ব্যাংকের এই শাখাটির ক্ষতির পরিমান ছিল ২০১৫ সালে ২০ লাখ, ২০১৬ সালে ২০ লাখ ৩১ হাজার, ২০১৭সালে ৯২ লাখ টাকা।

তবে ২০১৮ সালের ২৯ আগস্ট টাঙ্গাইলের সোনালী ব্যাংক ভিক্টোরিয়া রোড শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন মো. রাইসুল আমিন। অক্লান্ত পরিশ্রম, মেধা মনন আর নিষ্ঠাকে কাজে লাগিয়ে যোগদানের মাত্র ৯ মাসেই ব্যাংকের সর্বশেষ ১ কোটি ১ লাখ টাকার লোকসান কাটিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকার লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে সক্ষম হয়েছেন। তার এই সাফল্যে গত ৬ মাসে ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায় হয়েছে ৪১ লাখ ৪১ হাজার টাকা আর ৬ মাসে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৩ কোটি টাকা।

এছাড়াও শাখা ব্যাংকটিতে স্থায়ী লাভের ক্ষেত্র হিসেবে যোগ হয়েছে সরকারি চালান ফরম জমা কার্যক্রম। যা থেকে বছরে প্রায় ৬০ লাখ টাকার অতিরিক্ত মুনাফা বৃদ্ধির সম্ভাবনা দেখছে এই শাখা ব্যাংকটি।

শাখা ব্যাংকটির এ সাফল্য প্রসঙ্গে নবাগত ব্যবস্থাপক খন্দকার রাইসুল আমিন বলেন, ক্ষতির দিক নির্ণয়, ব্যাংক পরিচালনায় কৌশল, আন্তরিকতা আর মান সম্মত গ্রাহক সেবাই ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। তিনি ব্যাংকের এই সাফল্যের জন্য গ্রাহক ও তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ, টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর এলাকার খন্দকার আহমাদুল আমীনের ছোট ছেলে সোনালী ব্যাংক টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড শাখার বর্তমান ব্যবস্থাপক খন্দকার রাইসুল আমিন। ২০০৪ সালের ২৬ জুন সোনালী ব্যাংক লিঃ সিলেট দর্গাগেট কর্পোরেট শাখায় অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় চাকুরী জীবন। পরবর্তিতে বদলি জনিত সুবিধায় সোনালী ব্যাংক লিঃ টাঙ্গাইল প্রিন্সিপাল কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন তিনি। বর্তমানে তিনি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সোনালী ব্যাংক টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছে। তবে সম্প্রতি তিনি সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদনতি পেয়ে ২০১৫ সালে ২৮ জুলাই টাঙ্গাইল সোনালী ব্যাংকের অপর  সোনালী ব্যাংক টাঙ্গাইল বাজার শাখার ১ কোটি ৮০ লাখ টাকার লোকসানের দায় কাটিয়ে ৩২ লাখ টাকা লাভজনক প্রতিষ্ঠানে উন্নিত করার সাফল্য দেখিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত আ’লীগ নেতা ফারুক হত্যা মামলা জামিনে পেলেন সাবেক মেয়র মু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি