আসন্ন জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ৯নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
বুধবার টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামের নিকট তিনি তাঁর মনোনয়ন পত্র জমা দেন।
এসময় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, টাঙ্গাইল আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট আজিজুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালিহাতী পৌরসভা, এলেঙ্গা পৌরসভা, বাংড়া, নারান্দিয়া, সল্লা, গোহালিয়াবাড়ী, দশকিয়া ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নিয়ে ৯নং ওয়ার্ড গঠিত হয়েছে।
মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। যাচাই বাছাই ৪ ডিসেম্বর এবং নির্বাচন ২৮ ডিসেম্বর। এই ওয়ার্ডের ভোট গ্রহণ কালিহাতী উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...