১২:৫৮ পিএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা পরিষদ নির্বাচন-২০১৬

প্রতীক পেলেন ৭০ প্রার্থী

মোস্তফা কামাল নান্নু | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬ | | ২০৭৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১৫টি সাধারন ওয়ার্ডের সদস্য পদে ৫৩ জন ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৭জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা পরিষদের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী টাঙ্গাইল সদরের আমেনা আক্তার (মিনু আনোহলী) বই, উষা আকতার ফুটবল, খন্দকার দিলরুবা করিম হরিণ, নাজমুজ সালেহীন দোয়াত কলম, নাসিমা আক্তার টেবিল ঘড়ি, ফেরদৌসী আক্তার রুনু কম্পিউটার, মীর ফাহমিদা জেরিন মাইক, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নাগরপুরের মোছাঃ ছাইদা ইয়াছমিন দোয়াত কলম, মির্জাপুরের সালমা সালাম উর্মি ফুটবল, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কালিহাতীর আছমা খান বই, রোকেয়া সুলতানা ফুটবল, সখিপুরের রুমা খান হরিণ, বাসাইলের শাম্মী আক্তার মুক্তি দোয়াত কলম, ৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ভূঞাপুরের মিসেস নাছিমা বাছিত হরিণ, ঘাটাইলের রাজিয়া হোসেন টেবিল ঘড়ি ও ৫ নম্বর ওয়ার্ডে ধনবাড়ীর মোছাঃ মাহমুদা খাতুন হরিণ, গোপালপুরের হাসনা হেনা দোয়াত কলম প্রতীক পেয়েছেন।

এ দিকে সাধারন সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের টাঙ্গাইল সদরের আহমদ সুমন মজিদ ঘুড়ি, মেহেদী হাসান ফেরদৌস উট পাখি, মোঃ আকরাম হোসেন হাতি, মোঃ আবদুর রউফ তালা, মোঃ আসাদুজ্জামান পবন টিউবওয়েল, সৈয়দ আরমান হোসেন বৈদ্যুতিক পাখা, ২ নম্বর ওয়ার্ডে টাঙ্গাইল সদরের ইকবাল আলম ঘুড়ি, মোহাম্মদ ইয়াহিয়া দেওয়ান টিউবওয়েল, মোঃ আজাদ দেওয়ান হাতি, মোঃ আমিরুল ইসলাম তালা, ৩ নম্বর ওয়ার্ডে দেলদুয়ারের খন্দকার হামীম কায়েছ (বিপ্লব) টিউবওয়েল, মোঃ গোলাম কিবরিয়া উট পাখি, মোঃ ফজলুল হক তালা, শ্রী প্রভাংশু রঞ্জন সোম হাতি, ৪ নম্বর ওয়ার্ডে নাগরপুরের নার্গিস আক্তার উট পাখি, মোহাম্মদ সাইদুর রহমান হাতি, মোঃ খালিদ হোসেন ঘুড়ি, মোঃ শহিদুল ইসলাম টিউবওয়েল, মোঃ সুরুজ খান অটোরিক্সা, শেখ কামাল হোসেন তালা, ৫ নম্বর ওয়ার্ডে মির্জাপুরের আব্দুল্লাহ হেল শাফি বৈদ্যুতিক পাখা, মোঃ আনিছুর রহমান হাতি, মোঃ মঞ্জুর রহমান মজনু অটোরিক্সা, মোঃ মোস্তফা হোসেন চৌধুরী টিউবওয়েল, মোঃ শামীম কবীর তালা, ৬ নম্বর ওয়ার্ডে মির্জাপুরের মোঃ নুরুল ইসলাম হাতি, সাইদুর রহমান খান তালা, ৭ নম্বর ওয়ার্ডে সখিপুরের খন্দকার কামরুল হাসান হাতি, বাসাইলের মোঃ তোফাজ্জল হোসেন খান তালা, ৮ নম্বর ওয়ার্ডে কালিহাতীর আরিফুর রহমান সিকদার ঘুড়ি, বেলায়েত হোসেন সিদ্দিকী টিউবওয়েল, মোঃ আলী আকবর মিয়া বৈদ্যুতিক পাখা, মোঃ মোবারক হোসেন হাতি, সখিপুরের মোহাম্মদ গোলাম কিবরিয়া তালা, ৯ নম্বর ওয়ার্ডে কালিহাতীর মোঃ জমির উদ্দিন হাতি, মোঃ লিয়াকত আলী তালা, ১০ নম্বর ওয়ার্ডে ভূঞাপুরের মোঃ আজহারুল ইসলাম হাতি, মোঃ আব্দুল হামিদ মিয়া (ভোলা) তালা, ১১ নম্বর ওয়ার্ডে ঘাটাইলের আবু নইম মোহাম্মদ বজলুর রহীম টিউবওয়েল, মোহাম্মদ মাহবুবুর রহমান খান হাতি, মোঃ মজিবর রহমান বৈদ্যুতিক পাখা, মোঃ শাহান শাহ সিদ্দিকী তালা, ১২ নম্বর ওয়ার্ডে মধুপুরের মোঃ আঃ আজিজ তালা, ঘাটাইলে মোঃ সুলতান মাহমুদ হাতি, ১৫ নম্বর ওয়ার্ডে গোপালপুরের মীর রেজাউল হক টিউবওয়েল, মোঃ আব্দুল কাদের তালুকদার হাতি, মোঃ খায়রুল ইসলাম তালা প্রতীক পেয়েছেন।

উলে­খ্য, টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে এবার জেলার ১১১টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা নিয়ে ১৫টি সাধারন ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড গঠন করা হয়েছে।

এর মধ্যে জেলা পরিষদের ১নং ওয়ার্ডে রয়েছে টাঙ্গাইল পৌরসভা, করটিয়া, ঘারিন্দা ও গালা ইউনিয়ন।

২নং ওয়ার্ডে রয়েছে মগড়া, বাঘিল, দাইন্যা, পোড়াবাড়ী, ছিলিমপুর, কাকুয়া, হুগড়া, কাতুলী এবং মাহমুদনগর ইউনিয়ন।

৩নং ওয়ার্ডে রয়েছে আটিয়া, দেলদুয়ার, ডুবাইল, ফাজিলহাটি, লাউহাটি, এলাসিন, দেউলী, পাথরাইল, ভারড়া ও সহবতপুে ইউনিয়ন।

৪নং ওয়ার্ডে রয়েছে ভাদ্রা, দপ্তিয়র, ধুবড়িয়া, গয়হাটা, মাহমুদনগর, বেকড়া আটগ্রাম, সলিমাবাদ, নাগরপুর সদর, মোকনা ও পাকুটিয়া ইউনিয়ন।

৫নং ওয়ার্ডে রয়েছে আনাইতারা, বানাইল, ভাওড়া, ভাতগ্রাম, ফতেপুর, জামুর্কী, লতিফপুর, মহেড়া, ওয়ার্শি, কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়ন।

৬নং ওয়ার্ডে রয়েছে মির্জাপুর, বহুরিয়া, বাঁশতৈল, গোড়াই, তরফপুর, আজগানা ও হাতিবান্ধা ইউনিয়ন।

৭নং ওয়ার্ডে রয়েছে বাসাইল পৌরসভা, বাসাইল, কাশিল, ফুলকী, কাউলজানী, যাদবপুর, দাড়িয়াপুর, সখিপুর, গজারিয়া ও বহুরিয়া ইউনিয়ন।

৮নং ওয়ার্ডে রয়েছে বল­া, নাগবাড়ী, পারখী, বীরবাসিন্দা, পাইকড়া, সহদেবপুর, কোকডহরা, বহেড়াতৈল, কাকড়াজান ও কালিয়া ইউনিয়ন।

৯নং ওয়ার্ডে রয়েছে কালিহাতী, এলেঙ্গা পৌরসভা, বাংড়া, নারান্দিয়া, সল­া, দশকিয়া, দূর্গাপুর ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন।

১০নং ওয়ার্ডে রয়েছে ভূঞাপুর পৌরসভা, অলোয়া, গোবিন্দাসী, নিকরাইল, অর্জুনা, ফলদা, গাবসারা, লোকেরপাড়া ও আনেহলা ইউনিয়ন।

১১নং ওয়ার্ডে রয়েছে ঘাটাইল পৌরসভা, ঘাটাইল, দেউলাবাড়ি, দেওপাড়া, দিঘলকান্দি, দিগড়, জামুরিয়া, ধলাপাড়া ও সাগরদিঘী ইউনিয়ন।

১২নং ওয়ার্ডে রয়েছে রসুলপুর, লক্ষিন্দর, সন্ধানপুর, সংগ্রামপুর, আলোকদিয়া, আউশনারা, কুড়ালিয়া ও মহিষমারা ইউনিয়ন।

১৩নং ওয়ার্ডে রয়েছে অরণখোলা, শোলাকুড়ী, ফুলবাগচালা, গোলাবাড়ি, কুড়াগাছা, বেরীবাইদ ইউনিয়ন এবং মধুপুর ও মির্জাপুর পৌরসভা।

১৪নং ওয়ার্ডে রয়েছে ধনবাড়ী পৌরসভা, বানিয়াজান, ধোপাখালী, বীরতারা, বলিভদ্র, যদুনাথপুর, পাইস্কা, মুশুদ্দি ইউনিয়ন।

১৫নং ওয়ার্ডে রয়েছে গোপালপুর পৌরসভা, ধোপাকান্দি, হাদিরা, ঝাওয়াইল, নগদাশিমলা, হেমনগর, আলমনগর ও মির্জাপুর ইউনিয়ন।

এছাড়া সাধারন আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে ১নং সংরক্ষিত আসন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে ২নং সংরক্ষিত আসন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড নিয়ে ৩নং সংরক্ষিত আসন, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে ৪নং সংরক্ষিত আসন এবং ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড নিয়ে ৫নং সংরক্ষিত আসন গঠন করা হয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হইবে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি