০২:২৬ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৭ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন

নির্বাচনী ওয়ার্ড বঞ্চিত বাসাইল উপজেলা

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬ | | ৩৫৮
, টাঙ্গাইল :

আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে বাসাইল উপজেলায় গঠিত হয়নি কোন নির্বাচনী ওয়ার্ড। জেলার ১২টি উপজেলা নিয়ে ১৫টি ওয়ার্ড গঠন হয়েছে প্রচার হলেও বঞ্চিত হয়েছে বাসাইল উপজেলা। প্রায় ২ লক্ষাধিক ঘনবসতিপূর্ণ এ উপজেলাটিতে রয়েছে ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা।

বাসাইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত বাসাইল উপজেলা। এগুলো হলো বাসাইল পৌরসভা, কাশিল, কাউলজানী, বাসাইল সদর, ফুলকী, কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়ন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮’শ ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৪’শ ৮৫ ও মহিলা ৭৮ হাজার ৩’শ ৮৫ জন।

উপজেলাবাসীর অভিযোগ, এ উপজেলায় ওয়ার্ড নির্ধারন না করার ফলে জেলা পরিষদের নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাটি। এর ফলে সাধারণ মানুষের প্রাপ্তি আর উপজেলার গ্রামীণ উন্নয়ন সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ হবে। উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নকে ভাগ করে মির্জাপুর ও সখীপুর উপজেলায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।

উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জেলার প্রতিটি উপজেলায় নুন্যতম ১টি করে ওয়ার্ড থাকার সিদ্ধান্ত স্বত্তেও বাসাইল উপজেলাবাসী এ নির্বাচনী ওয়ার্ড থেকে বঞ্চিত হয়েছে। এতে উপজেলাবাসীর রাজনৈতিক ও ব্যক্তি যোগ্যতা প্রশ্নবিদ্ধ। ফলে উপজেলাটি গ্রামীণ উন্নয়ন বঞ্চিত হবে।

উপজেলার অসংখ্য জনপ্রিয় ব্যক্তি এ নির্বাচনে প্রার্থীতা থেকে বঞ্চিত হয়েছে বলেও তিনি দাবী করেন।

বাসাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা বলেন, জেলাকে ১৫টি ওয়ার্ডে ভাগ করার ফলে বাসাইল উপজেলায় কোন ওয়ার্ড হয়নি। ইউনিয়নের সংখ্যা গরিষ্টতা আর জনসংখ্যা বেশী থাকার ফলে জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড মির্জাপুর উপজেলায় বাসাইলের ২টি ইউনিয়ন কাঞ্চনপুর ও হাবলা এবং ৭নং ওয়ার্ড সখীপুর উপজেলায় বাসাইল পৌরসভা, বাসাইল সদর ইউনিয়ন, কাশিল, কাউলজানী, ফুলকী যোগ হয়েছে।

এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি জেলায় সর্বোচ্চ ১৫টি ওয়ার্ড করার সিদ্ধান্ত হয়। এ কারণে টাঙ্গাইলের ১২টি উপজেলা ও ইউনিয়নের আয়তন এবং জনসংখ্যার উপর ভিত্তি করে এই ওয়ার্ড নির্ধারন করার ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে বাসাইল উপজেলাটি কোন নির্বাচনী ওয়ার্ড পায়নি। এছাড়া জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর উপজেলায় হয়েছে ২টি করে নির্বাচনী ওয়ার্ড।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ২০ নভেম্বর টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা হয়।

আপনার মন্তব্য লিখুন...

মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি