১০:০৭ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘ডাক বেশি খাজনাও বেশি’

ভূঞাপুরে ইজারাদারের পরিবর্তে খাজনা আদায় করছে প্রশাসন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ সেপ্টেম্বর ২০১৬ | | ২৫৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের অন্যতম বৃহৎ গোবিন্দাসী গরুর হাটের খাজনা দিন দিন বেড়্ইে চলছে।

মামলা জটিলতার কারনে হাট ইজারার জন্য ঠিকাদার নিয়োগ না হওয়ায় প্রতি হাট পৃথকভাবে ইজারা প্রদান করে আসছে উপজেলা প্রশাসন। ফলে প্রতি হাটে ইজারা পরিবর্তনের সাথে সাথে গরু প্রতি খাজনা আদায়ও বেশি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। এতে পুরাতন এই গরুর হাট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গরু ব্যবসায়ীরা।

অন্যদিকে গোবিন্দাসী গরুর হাট রোববারের জন্য সর্বোচ্চ ১৮ লাখ টাকায় ইজারা নেন আজাহারুল ইসলাম নামের সাবেক এক পৌর কমিশনার।

সরেজমিনে রোববার হাটে গিয়ে দেখা যায় প্রশাসনের লোকজন গরুর হাটের খাজনা নিচ্ছেন। ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গোবিন্দাসী গরুর হাট খাস টোল আদায়ের (সীল মোহর কৃত) রশিদ দ্বারা খাজনা আদায় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসের কর্মকর্তা/কর্মচারীরা গরুর হাটে খাজনা আদায়ে নিয়োজিত রয়েছে। এতে গরু প্রতি খাজনা আদায় করা হচ্ছে ৭শ ৫০ টাকা। পুরো হাটে প্রতি টেবিলে প্রশাসনের দুইজন করে মোট ১২ কর্মচারী ৬টি কাউন্টারের মাধ্যমে গরু প্রতি ৭৫০ টাকার খাজনার রশিদ প্রদান করছে। তবে গত বৃহস্পতিবার এই হাটে গরু প্রতি খাজনা নেয়া হয়েছিল ৬০০ টাকা বলে অভিযোগ পাওয়া গেছে।

গোবিন্দাসী হাটে গরু কিনতে আসা সজিব, সুলাইমান ও আজিজসহ অনেকেই জানান, হাট থেকে গরু কিনে কি করতাম, একদিকে গরুর দাম বেশি অন্যদিকে ৭৫০ টাকা খাজনা দিতে হবে। এতো খাজনা বাংলাদেশের কোন গরুর হাটে নেই। তারা আগামীতে গরু কিনতে হাটে না আসার কথাও জানান।

হাটে আসা একাধিক বিক্রেতারা জানান, এ যাবৎ হাটে গরু বিক্রি করেছি কিন্তু কোন দিন খাজনা দিতে হয়নি। আজ গরু বিক্রির জন্য ৫০ খাজনা দিতে হচ্ছে।

ভূমি অফিসের কর্মচারী খাজনা আদায়ে নিয়োজিত একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউএনও স্যারের নির্দেশ। তাই অফিস বাদ দিয়েই হাটে আসতে হয়েছে। সম্ভবত ইজারাদার নিয়োগ করা হয়নি তাই আমাদের দিয়ে খাজনা আদায় করা হচ্ছে।

তবে একই টেবিলের আরেকজন জানান, হাট ১৮ লাখ টাকার বিনিময়ে ইজারা দেয়া হয়েছে। ইজারাদার প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তাই আমাদের নির্দেশ পালন করতে হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল জানান, হাটকে কেন্দ্র করে যে সিডিকেট গড়ে উঠেছে তা ভাঙতে সবোর্চ্চ দরদাতাকে রোববারের হাট ইজারা দেয়া হয়েছে। ইজারাদার প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়ায় তাকে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে।

খাজনা বেশি আদায়ের ব্যাপারে তিনি জানান, সরকার নির্ধারিত ৬% হারে খাজনা আদায়ের নিয়ম আছে কিন্তু সেখানে হাটের স্বার্থে গরু প্রতি ৭৫০ টাকা খাজনা আদায় করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি