টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মির্জাপুর উপজেলা যুব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা হাফেজ ফরিদ হোসাইন।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাদিরা আকতার, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, হাইওয়ে থানার ওসি হুমায়ূন কবীর, ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, শহীদুর রহমান শহীদ, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সুশান্ত রায়, কুমুদিনীর হাসপাতালের সহকারি পরিচালক সৈয়দ হায়দার আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...