০৯:২০ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৭ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর)

এবার প্রার্থীতা ঘোষনা করলেন পৌর মেয়র

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | | ১৮১৩
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরণ।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন।

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাঁর অনুসারীদের দাবি বিবেচনায় তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থীতা ঘোষণা করছেন। তাছাড়া একাদশ জাতীয় নির্বাচনে দলের প্রতি নিবেদিত, তৃণমূলের পছন্দ, ক্লিন ইমেজের অধিকারী বিবেচনায় দলীয় মনোনয়ন দেয়া হবে বলে আওয়ামীলীগ সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রীর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তিনি নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষন করেছেন।

তিনি বলেন, টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষ জামিলুর রহমান মিরণকে ভোট দিতে পারেন না বলে একটা আকাঙ্খা প্রকাশ করে থাকেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেলে চরাঞ্চলবাসীর সে আকাঙ্খাপুরণ হবে বলে তিনি দাবি করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরবাসীকে অভিভাবকহীন করে নয়; শহর এবং চর এলাকার মানুষকে একত্রীকরণের মাধ্যমে সকলের জন্য কাজ করার অভিপ্রায়ে প্রার্থী হতে চাই। নিজে না পেলে দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম রকিব শামীম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মলি­ক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ রোকন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি