১০:০৬ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও প্রায় সহস্রাধীক শিক্ষার্থী। এছাড়াও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা, সৃজনশীল কর্মকান্ড এবং সমাবেশ ক্লাশও বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ৯৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষক কর্মচারী রয়েছে ২১ জন। পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে রয়েছে ৫/৬ শ কোমলমতি শিক্ষার্থী। গত তিন বছর আগে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে চার লেনে উন্নীত করনের কাজ শুরু হয়। এসময় দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের ভুমি অধিগ্রহনের টাকা দিয়ে নির্মিত হয় চার তলা নতুন ভবন। 

মহাসড়ক উন্নয়নের কাজ চলার কারনে বিদ্যালয়ের মাঠ মহাসড়ক থেকে অন্তত ৫/৬ ফুট নীচু হয়ে যায়। যে কারনে শুকনো মৌসুমে বিদ্যালয়ের মাঠ ভাল থাকলেও বর্ষা মৌসুমে শুরু হয় দুর্ভোগ। বৃষ্টি এলেই চারদিকের পানি মাঠে নেমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ অবস্থায় শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে কাপর ভিজিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। একই সমস্যায় পড়েন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা।

দশম শ্রেণির চাত্র আবু রায়হান, জান্নাতুল ফেরদৌস এবং সানজিদা আক্তার বলেন একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে হাটু পানি জমে। এতে করে আমরা বিদ্যালয়ের ড্রেসের সাথে জুতা পড়ার কথা থাকলেও পড়তে পারিনা। স্যান্ডেল পড়ে আসি তবু হাতে নিয়ে মাঠ পার হতে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, গত তিন বছর ধরে বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা এই ভোগান্তি পোহাচ্ছে। ২০১৮ সালের শুরু দিকে শিক্ষামন্ত্রী, মহাসড়ক চার লেনে উন্নীত করন প্রকল্পের প্রধান প্রকৌশলী, স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিতভাবে চলমান সমস্যার কথা জানিয়েছি। এখনো কোন সমাধান পাইনি। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। 

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বলেন বিদ্যালয় মাঠের জলাবদ্ধতার সমস্য নিয়ে প্রধান শিক্ষককে সাথে নিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের সাথে কথা বলেছি। মহাসড়কে চার লেনের কাজের জন্য আবার ভুমি অধিগ্রহন হবে বলে তিনি বিদ্যালয়ের সমস্যা সমাধানে একটু অপেক্ষা করতে বলেছেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি