০১:৩৮ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপি মেয়র প্রার্থীর কেন্দ্র কমিটির সভায় হামলা, প্রার্থীসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার আসন্ন দ্বিতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থীর কেন্দ্র কমিটি গঠন সংক্রান্ত সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। 

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ধনবাড়ী নবাব ইনস্টিটিউট মাঠে এ হামলা চালানো হয় বলে অভিযোগ প্রার্থীসহ সমর্থকদের। এতে বিএনপির মেয়র প্রার্থী সোবাহানসহ ১০/১৫ জন আহত হয়। এ সময় প্রাইভেট কারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয় বলেও অভিযোগ তাদের। আহত প্রার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্ধ্যা ৭ টার দিকে ধনবাড়ী নবাব ইনস্টিটিউট মাঠে এমন ঘটনা ঘটেছে বলে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও পৌর বিএনপি’র আহবায়ক এসএমএ সোবাহান অভিযোগ করেন। তিনি বলেন, সব মেয়র প্রার্থী কেন্দ্র কমিটি গঠন করছেন। আমিও নবাব ইনস্টিটিউট মাঠে সন্ধ্যায় কার্যক্রম শুরুর আগে নৌকা প্রতীকের স্লোগান দিয়ে ৪০/৫০টি মোটরসাইকেল যোগে আওয়ামী কর্মিরা হামলা করে। পিটিয়ে তাকেসহ অনেককে আহত করে। একই সময়ে তারা বিএনপি নেতা কামাল তালুকদার মিন্টুর প্রাইভেট কার (নং ফরিদপুর ঘ-০৫-০০০৯), বেশ কয়েকজন নেতাকর্মির ৫/৬ টি মোটরসাইকেল ভাংচুর করে।

বিএনপি নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু বলেন, অতর্কিত হামলা চালিয়ে হামলাকারীরা প্রার্থী সোবাহানকে আহত করে। এ ঘটনায় আহত মেয়র প্রার্থী সোবাহানকে ধনবাড়ী উপজেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির, কৃষকদলের সাংঠনিক সম্পাদক আবুল হোসেন,কাউন্সিলর আয়েন উদ্দিন, তাপসসহ ১০/১৫ জনকে তারা আহত করে। প্রাইভেটকার, মোটরসাইকেল ও চেয়ার টেবিল ভাংচুর করে। থানায় লিখিত অভিযোগ দেয়ারের প্রস্তুতি চলছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি। তবে এখনও কেউ লিখিত দেয়নি। ধনবাড়ী আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ জানান, এমন খবর তার জানা নেই। 

অপরদিকে একইদিন বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী যুবলীগের মনিরুজ্জামান বকলের অনুরূপ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রার্থী নিজেই। তিনি অভিযোগ করেন, তার কর্মসূচি শুরু আগেই মঞ্চে আগুন লাগায় নৌকা প্রতীকের কর্মিরা।

এ নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, রোববার ধনবাড়ী পৌর নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী কেন্দ্র সভায় হামলা চালিয়েছে আওয়ামীলীগের কর্মী-সমর্থকরা। এ হামলা মেয়র প্রার্থীসহ দলের অন্তত ১০-১৫জন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা জানানোসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি। 

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি