১২:১০ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিএনপি ৫৯ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক ডি এ মতিন ও ছাত্রদলের সভাপতি ফরিদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৯ নেতাকর্মীর নামে মামলা  করেছে পুলিশ। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, পুলিশের ওপর হামলা ও নাশকতার চেষ্টার অভিযোগে তাদের নামে মামলা করা হয়েছে বলে মির্জাপুর থানার উপ পরিদর্শক প্রকাশ চন্দ্র সরকার জানিয়েছেন।

মামলার বিবরনে জানা গেছে, গত ৮ নভেম্বর বেলা সাড়ে বারটার দিকে জাতীয় ঐক্য ফ্রন্টের ঘোষণা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানো দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সোহাগপাড়া এলাকার কনা সুইটমিট দোকানের সামনে পাকা রাস্তায় নাশকতার প্রস্তুতি গ্রহণ করে তারা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় পৌছালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে উপজেলার উত্তর পেকুয়ার হায়দার আলী, আব্দুল গফুর ও গোড়াই সোহাগপাড়া গ্রামের জিয়াউর রহমানকে আটক করে।

ঘটনাস্থল থেকে ১০টি ইটের টুকরা, ২টি বাশের লাঠি এবং ৪টি লোহার রড উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ডি এ মতিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ মিয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান মৃধা, মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসন খান খোকনসহ  ৫৬ নেতাকর্মীর নাম জানতে পারে পুলিশ। 

পরে মির্জাপুর থানার উপ পরিদর্শক প্রকাশ চন্দ্র সরকার বাদী হয়ে আটক তিনজন সহ ৫৯ জনের নামে নাশকতার চেষ্টা, মহসড়কে প্রতিবন্ধকতা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। 

এই মামলায় অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে।  অভিযুক্তদের অধিকাংশই উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক পর্যায়ের নেতাকর্মী বলে উপজলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া জানিয়েছেন। 

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে।  তিনি অবিলম্বে এই মিথ্যে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, অভিযুক্তদের রাজনৈতিক বিবেচনায় নয় মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, নাশকতার চেষ্টা ও পুলিশের ওপর হামলার কারনে মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি