১১:১৮ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন-২০১৬

মির্জাপুরে নির্বাচিত চেয়ারম্যান ও নিকটতম প্রার্থীদের প্রাপ্ত ভোট

জাহাঙ্গীর হোসেন, বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ মে ২০১৬ | | ২৫৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ৮ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ ৩, বিএনপি ২, আওয়ামীলীগ বিদ্রোহী ১ ও স্বতন্ত্র ২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

পাঠকদের জানাতে উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও নিকটতম প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব তুলে ধরা হল ঃ

মহেড়া ইউনিয়ন
মহেড়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী বাদশা মিয়া আনারস প্রতীকে ৭,৯৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিভাস সরকার নুপুর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৯০৯ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মো. আলী হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট।

জামুর্কী ইউনিয়ন
জামুর্কী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী এজাজ খান চৌধুরী রুবেল ৭,৪৫১ ভোট পেয়ে চতুর্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ বিদ্রোহী এস এম আবু মতিন ফাক্কন আনারস প্রতীক পেয়েছেন ৭৩৭৬ ভোট। এই ইউনিয়নে নৌকা প্রতীকে মো. মাহফুজুর রহমান কনক ৩১২৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। লাঙল প্রতীকে ডি এম নুরুল ইসলাম রাজ্জাজ মিলন পেয়েছেন ৫৯৬ ভোট।

বানাইল ইউনিয়ন
বানাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৫৩৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শামীম কবির নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬২০ ভোট। বিএনপি মনোনীত মোহাম্মদ হাসান উদ্দিন মিয়া ধানের শীষ প্রতীকে ২৮৫২ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এই ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের একমাত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম গামছা প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট।

আনাইতারা ইউনিয়ন
আনাইতারা ইউনিয়নে ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম ৫১৭৮ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. বাবুল হোসেন বকসী ধানের শীষে পেয়েছেন ৩৭০০ ভোট। স্বতন্ত্র প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মোটরসাইকেল ২৮০৩ ভোট, এম এ লতিফ মিয়া লেবু ঘোড়া প্রতীকে ২৭৩৬ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রশিদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৪০ ভোট।

উয়ার্শী ইউনিয়ন
উয়ার্শী ইউনিয়নে মাহাবুব আলম মল্লিক হুরমহল ৭৫৮৯ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ বিদ্রোহী আব্দুল্লাহেল শাফি পেয়েছেন ৪১৫৮ ভোট। বিএনপি মনোনীত আব্দুস ছালাম আজাদ ৩২৪৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সহিদুর রহমান চশমা প্রতীকে ১২০৬, জাতীয় পার্টির লাঙল প্রতীকে শহিদুর রহমান ১৪৮, আশিকুর রহমান মোল্লা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট।

ভাতগ্রাম ইউনিয়ন
ভাতগ্রাম ইউনিয়নে মো. আজাহারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ৬৬২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত আবু সাঈদ মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৩৭৩৪ ভোট। বিএনপি মনোনীত বরকত উল্লাহ সরকার ধানের শীষে ২৯১৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। লাঙল প্রতীকে ছিবার উদ্দীন পেয়েছেন ১২৫ ভোট।

গোড়াই ইউনিয়ন
গোড়াই ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া ধান শীষ প্রতীক নিয়ে ১৪,৩৩১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত মীর দৌলত হোসেন বিদ্যুৎ নৌকা প্রতীকে পেয়েছেন ১২,৫০৩ ভোট পেয়েছেন।

বাঁশতৈল ইউনিয়ন
বাঁশতৈল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আতিকুর রহমান মিল্টন নৌকা প্রতীক নিয়ে ১০,২৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হেলাল দেওয়ান আনারস প্রতীকে পেয়েছেন ৭৬৫৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী বদুর উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ৯৪, ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ মোটরসাইকেল নিয়ে পেয়েছেন ৮৮ ভোট।

এদিকে সারা দেশে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটলেও মির্জাপুরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ সকলের কাছে কৃতজ্ঞা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি