০২:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাজ বন্ধ

ভালো সড়কে দেড় কোটি টাকার টেন্ডার, হরিলুটের অভিযোগ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮ | | ৯৬৯
, টাঙ্গাইল :

ভূঞাপুর উপজেলার প্রায় ৩৬ কিলোমিটার চলাচলের অযোগ্য সড়কে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না করা হলেও একটি ভালো সড়কের সংস্কার কাজের টেন্ডার ও নামমাত্র কাজ করিয়ে কোটি টাকা আত্মস্যাতের অভিযোগ উঠেছে এলজিইডির অসাধু কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

অপর দিকে কর্মকর্তাদের মৌখিক নির্দেশ আছে বলে সিডিউল পরিবর্তন করে তড়িঘরি করে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। সরকারী বিপুল অংকের টাকা হরিলুটের জন্য ঠিকাদার ও এলজিইডি’র অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।

জানা যায়, চলতি বছরে এলজিইডি কর্তৃপক্ষ ভ‚ঞাপুর-টাঙ্গাইল সড়কে সিংগুরিয়া বাজার হতে উপজেলার নিকরাইল বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার ভালো সড়ক খানাখন্দ দেখিয়ে সংস্কারের জন্য ১ কোটি ২৭ লাখ টাকার দরপত্রের আহŸান করলে কাজ পান ভূঞাপুরের স্থানীয় অবনি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে পুরাতন সড়ক ভেঙ্গে নতুন করে সড়ক নির্মাণসহ দুই পাশে তিন ফুট করে মাটি ভরাটের কথা থাকলেও তা দায়িত্বপ্রাপ্ত ভ‚ঞাপুর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মিন্টু মিয়া ও জেলা এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারকে ম্যানেজ করে তাদের উপস্থিতিতে পুরাতন সড়কের উপরে ১০ থেকে ১৫ মিলিমিটার পাথর কুচি ও বিটুমিন ফেলে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

তাদের অভিযোগ, এলজিইডির অসাধু কর্মকর্তাদের বিপুল অংকের টাকা আত্মসাতের উদ্দেশ্যেই ভালো সড়ক নামে মাত্র কাজ করছে।

অপরদিকে এলজিইডি কর্তৃক গত বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তার তালিকায় এ রাস্তার নাম না থাকলেও টেন্ডার দিয়ে বিপুল পরিমান অর্থ আতœসাতের বিচার চেয়েছে এলাকাবাসী। সেই সাথে তালিকাভুক্ত আরো ৩৬ কিলোমিটার খানাখন্দ রাস্তা সংস্কারের দাবিও জানিয়েছেন তারা।

সিডিউল মোতাবেক না হওয়ার কথা স্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এলজিইডির কর্মকর্তাদের নির্দেশে ও তাদের উপস্থিতিতেই সংস্কার কাজ করা হচ্ছে।

এ বিষয়ে ভ‚ঞাপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মো. মিন্টু মিয়া জানান, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশেই সিডিউল পরিবর্তন করে কাজ চালিয়ে যাচ্ছি।

এ দিকে মৌখিক নির্দেশের বিষয়টি এড়িয়ে গিয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার জানান, এ রাস্তায় অনেক লোক যাতায়াত করে সেই জন্যই করা হচ্ছে। পর্যায়ক্রমে সবই আমরা করতে পারবো।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি