টাঙ্গাইলের মির্জাপুরে দিনে দুপুরে অপহরণের পর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলা সদরের ত্রিমোহন বংশাই ব্রীজের উত্তর পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী মাসুমা বেগম (২৫) সোনালী ব্যাংক মির্জাপুর শাখা থেকে তিন লাখ টাকা ঋণ তুলে তার ভগ্নিপতি আবদুর রউফের সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিমোহন বংশাই ব্রীজের উত্তর পাশে পৌছালে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে ৫/৬ জনের ছিনতাই কারীর একটি দল তাদের গতিরোধ করে। পরে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে চোখ মুখ বেঁেধ তাদের অহরণ করে ঢাকার দিকে রওনা হয়। ছিনতাইকারীরা মাসুমার ব্যাগে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে মাসুমাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এবং আব্দুর রউফকে নবীনগর রোডের শ্রীপুর নামক স্থানে ফেলে রেখে যায়। সেখান থেকে মাসুমা বেগম সন্ধায় মির্জাপুর থানায় এসে একটি সাধারণ ডাইরি করেছেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন আলী জানান, ছিনতাই সংক্রান্ত একটি অভিযোগ থানায় এসেছে।
আপনার মন্তব্য লিখুন...