১২:৩৯ পিএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক মন্ত্রীর সম্পর্কে লতিফ সিদ্দিকীর অশালীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সম্পর্কে নৌকা প্রতীকের বিপরীতে বিজয়ী (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকীর অশালীন বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিহাতী আসনে নৌকার পরাজিত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার। লিখিত বক্তব্যে মোজহারুল ইসলাম তালুকদার বলেন, নির্বাচনের দিন থেকেই আব্দুল লতিফ সিদ্দিকীর বাহিনী কালিহাতীতে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নির্বাচন-পরবর্তী হামলা ও বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছেন নৌকার অসংখ্য নেতাকর্মী।

আতঙ্কে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অপরাধ শুধু আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে ও শেখ হাসিনার পক্ষে কাজ করা। এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে গত ৯ জানুয়ারি লতিফ সিদ্দিকী অবৈধভাবে কালিহাতী থানা ঘেরাও করেন। এ সময় তিনি মামলার তালিকাভুক্ত আসামিদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর চাপ প্রয়োগ করেন। এছাড়া টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধকালে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সম্পর্কে তিনি অশালীন বক্তব্য রাখেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, ধৃষ্টতাপূর্ণ ও চরম অবমাননাকর। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী বি.কম, আওয়ামী লীগ নেতা মালেক ভূইয়া, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদারসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন আব্দুল লতিফ সিদ্দিকী।

বর্তমান সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ভোট পান ৭০ হাজার ৯৪০ ভোট।

অন্যদিকে, ৫৪ হাজার ৭৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি