০৭:২৯ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা উত্তরপাড়া এলাকার খাদেম মিয়ার ছেলে হায়েজ উদ্দিন এর বিরুদ্ধে রাহিদুল ইসলাম রাহিদ রানা নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

রাহিদুল ইসলাম রাহিদ রানা দৈনিক আজকের বসুন্ধরা ও ভোরের বাংলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি শহরের বিশ্বাস বেতকা এলাকার মৃত. মো. রফিকুল ইসলামের ছেলে। শনিবার (৪ নভেম্বর) হুমকির ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিক রাহিদুল ইসলাম রাহিদ রানা তার নিজ বাসা বিশ্বাস বেতকা মুন্সিপাড়া মসজিদ সংলগ্ন সাগরের চা-এর দোকানের সামনে অবস্থান করছিলেন। ইতিমধ্যে অভিযুক্ত হায়েজ উদ্দিন দেশীয় অস্ত্র নিয়ে রাহিদ রানাকে তার বাড়িতে খুঁজতে যান। সাংবাদিকের বাড়িতে হায়েজ উদ্দিনের খুঁজতে যাওয়ার প্রমান সি সি ক্যামেরার ফুটেজ আছে। পরে রাহিদ রানাকে বাসায় না পেয়ে সাগরের চায়ের দোকানের সামনে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করাসহ হত্যার হুমকি দেন হায়েজ উদ্দিন। 

সাংবাদিক রাহিদুল ইসলাম রাহিদ রানা বলেন,আমি ও আমার এক বন্ধু বিক্রি করার উদ্দেশ্যে একটা জমি ক্রয় করেছি। জমিটি বিক্রি করার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছি। কয়েকজন ক্রেতা আমার সাথে কথা বলার জন্য আসলে সেই ক্রেতাদের অভিযুক্ত ব্যক্তি নানা ধরনের ভয়ভীতি দেখায়। ক্রেতাদের এই ধরণের ভয়ভীতি না দেখানোর জন্য আমি তাকে বারণ করায় তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এমনকি তাকে তার চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে তিনি আমাকে জমিতে যেতে দিবেনা বলেও ভয়ভীতি দেখাচ্ছেন। আমি কোন কুল কিনারা না পেয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 

হুমকির বিষয়টি অস্বীকার করেছেন হায়েজ উদ্দিন। তিনি বলেন, আমি ওর বাসার সামনে রাহিদ রানার কথা ওর ভাই জাহিদকে জিজ্ঞাসা করেছিলাম। এছাড়া কোন কথা হয়নি। বাসার সামনে সিসি ক্যামেরা লাগিয়ে রাখার কারণে সেখানে আমার ফুটেজ থাকতে পারে। জমি কেনা বেচা নিয়েও আমাদের কোন বিরোধ নেই।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ইবনে রাজিব জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি