টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় ৪ হাজার ৯৩০ জন কৃষককের মধ্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বীজ ও সার কিনতে না হওয়ায় তাই হাসি ফুটেছে কৃষকের মুখে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব উন নাহার লিনা বকল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান প্রমুখ।
উপজেলার সমতকুড় গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘প্রণোদনার বীজ ও সার পেয়েছি। এ বছর আমি সরিষা চাষ করবো। আমার অনেক উপকার হলো।’
ভাতকুড়া গ্রামের কৃষক মতি মিয়া বলেন, ‘এ বছর কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ- সার পেলাম। এতে অতিরিক্ত টাকায় বীজ-সার কিনতে হলো না। সরকার আমাদের মতো সাধারণ কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন বলেন, ‘প্রণোদনায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছেন। এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও এক পৌরসভার তালিকাভুক্ত ৪ হাজার ৯৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর-খেসারী ডাল বীজ এবং ১০ কেজি করে জনপ্রতি ডিএসপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে। আগামীতে এসব ফসলের আবাদ আরও বাড়বে।’
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...