০৫:২২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গৌরমতি আম চাষে সফলতার স্বপ্ন দেখছেন টাঙ্গাইলের শাহীন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে গৌরমতি আম চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন লন্ডন ফেরত যুবক শাহীন আহাম্মেদ। ভাল ফলন ও অন্যান্য জাতের মৌসুম শেষে গৌরমতি আম পাকায় চড়া দামে বিক্রির প্রত্যাশা করছেন এই তরুণ উদ্যোক্তা শাহীন আহাম্মেদ। নতুন জাতের গৌরমতি আম চাষে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এই আম চাষে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ।

জানা যায়, প্রায় আট বছর আগে লন্ডনে পড়াশোনা শেষ করে দেশে ফিরে প্রথমে পেয়ারার বাগান তৈরি করেন সখীপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের বাসিন্দা শাহীন আহাম্মেদ। পেয়ারার বাগান থেকে বেশ সফলতাও পান তিনি। এরপর প্রায় তিন বছর আগে নাটোর মহিলা কলেজের শিক্ষক কৃষিবিদ গোলাম মওলাকে সঙ্গে নিয়ে তিনি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের দেওয়ানচালা এলাকায় পাঁচ একর জমিতে গৌরমতি আমের বাগান করেন। টপ কাটিং পদ্ধতিতে এই পাঁচ একর জমিতে এক হাজার ৭০০ আমের চারা লাগানো হয়। এরমধ্যে এক হাজার গাছে আম এসেছে। প্রায় ৩৫ হাজার আমে ফুড ব্যাগিং করা হয়েছে। এ পর্যন্ত বাগানে এই উদ্যোক্তার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। এবার প্রথম অবস্থায় ২৫ থেকে ২৬ লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা করছেন তিনি। অসময়ে আসা এই গৌরমতি আম আগামী ১৫ আগস্টের পর থেকে বাজারজাত করা হবে। 

তরুণ উদ্যোক্তা শাহীন আহাম্মেদ বলেন, ‘বিদেশে পরাধীন জীবন। সেখানে কাজ করতে হয় অন্যের অধীনে। নতুন কিছু করার চিন্তা থেকেই এই আম বাগান করা হয়েছে। মূলত ইউটিউব দেখে আম বাগান করায় উদ্ধুদ্ধ হই। পাঁচ একক জমিতে এক হাজার ৭০০ আমের চারা লাগানো হয়েছে। এ পর্যন্ত আমার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। এবার প্রথম পর্যায়ে ২৫ থেকে ২৬ লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা করছি। পরবর্তী বছর থেকে আমার পুরোটাই লাভ হবে।’

তিনি আরও বলেন, ‘প্রায় প্রতিদিনই বাগানটি দেখতে মানুষ আসছে। অনেকেই বাগান করার আগ্রহ প্রকাশ করছে। আমিও তাদের আরও উৎসাহিত করছি। ভালোভাবে আম বাগান করতে পারলে ব্যাপক লাভবান হওয়া যাবে।’ 

এ বিষয়ে সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন জানান, এটি নাবি জাতের অত্যন্ত সুমিষ্ট আম। বাগানে প্রায় ৩৫ হাজার আমে ফুড ব্যাগিং করা হয়েছে। যেটা অত্যন্ত নিরাপদ ও বিষমুক্ত আম। অসময়ে হারভেস্ট হওয়ায় এই তরুণ উদ্যোক্তা চড়া দামে আম বিক্রি করতে পারবেন। কৃষি বিভাগ থেকে তাকে সকল প্রকার সহযোগীতা করা হচ্ছে। তার দেখাদেখি আরও অনেকেই গৌরমতি আম চাষে আগ্রহ প্রকাশ করছে।’ 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি