০১:৫৪ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদীর পূর্ব বাঁধে একাধিক ছিদ্র, পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল ভুঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের গারাবাড়ি এলাকার যমুনা নদীর পূর্ব নিয়ন্ত্রণ বাঁধে একাধিক ছিদ্র দেখা দিয়েছে। সোমবার রাতে বাঁধের কয়েকটি স্থানে এই ছিদ্র দেখা দেয়। তবে বাঁধের ওই ছিদ্র বন্ধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

জানা যায়, ক্রমাগত পানি বৃদ্ধির ফলে সোমবার দিবাগত রাতে উপজেলার অর্জুনা ইউনিয়নের গারাবাড়ি এলাকার যমুনা নদীর পূর্ব নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থানে ছিদ্র দেখা দেয়। বাঁধে সৃষ্ট ওই ছিদ্র দিয়ে এখন বন্যার পানি প্রবেশ করছে উপজেলার বিভিন্ন স্থানে। গতকালের তুলনায় আজ মঙ্গলবার যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার অর্জুনা আর গাবসারা ইউনিয়নের সবকটি গ্রাম এবং নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নসহ পৌর এলাকার আংশিকসহ প্রায় শতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন।
 
সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, গত বছর বাঁধ সংস্কারের জন্য ফেলা জিও ব্যাগের কয়েকটিস্থানে ছিদ্র দেখা দিয়েছে। বাঁধে সৃষ্ট ওই ছিদ্র বন্ধের কাজ অব্যাহত রয়েছে। সৃষ্ট ছিদ্রের কারণে বাঁধ ভাঙনের কোন শঙ্কা না থাকলেও যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে বাঁধের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি