০২:০৪ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উকিল মেয়ের জামাইকে বিয়ের দাবিতে শাশুড়ির অনশন!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাইয়ের বাড়িতে অনশন করছেন শাশুড়ি (৫০)। এ ঘটনায় ওই জামাতাকে পালানোর সুযোগ করে দিয়েছেন তার পরিবার। আর ওই শাশুড়িকে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন উকিল জামাতার মা ও বোন। 

সোমবার বিকেলে থেকে বাড়িটির মূল দরজার সামনে ওই শাশুড়ি বিয়ের দাবিতে অনশন করছেন। অভিযুক্ত উকিল জামাতার নাম মো. সাইদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুরপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে। মঙ্গলবার সর্বশেষ পাওয়া তথ্যে শাশুড়ি এখনও জামাতার বাড়িতেই অবস্থান করছেন। অপরদিকে জামাতা সাইদুল পলাতক থাকায় বিষয়টির সমাধান দিতে পারছেননা স্থানীয় প্রশাসন ও গ্রামবাসী।

স্থানীয়রা জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে জামাতা সাইদুল শশুর ডাবলুর বাড়িতে নিয়মিত যাওয়াত করতো। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননীর সাথে জামাতা সাইদুুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

উকিল শাশুড়ির অভিযোগ, সাইদুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহানা শুরু করে। উপায়ান্তর না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবিতে তার বাড়িতে উঠেছি। এ অবস্থায় সাইদুলের পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে বলেও জানান তিনি।

অভিযুক্ত জামাতা সাইদুল ইসলাম বলেন, উনি আমার উকিল শাশুড়ি। তার সাথে আমার অবৈধ সম্পর্ক থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি ষড়যন্ত্রমূলক।

ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মজিবুর রহমান ফকির জানান, উকিল শাশুড়ির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে জামাতা সাইদুল পলাতক থাকায় এ বিষয়ে কোন সমাধান দিতে পারছেননা তারা। বর্তমানে বিয়ের দাবিতে উকিল শাশুড়ি ওই বাড়িতেই অবস্থান করছেন। জামাতা পেশায় একজন দর্জি ব্যবসায়ী। তার দোকানের অভিযোগকারী উকিল শাশুড়ির কাজ করতেন বলে জানান তিনি। এ সময় তিনি আরো জানান, অভিযুক্ত সাইদুল এই গ্রামের জামাই হলেও তার স্থায়ী বাড়ি পাবনা জেলায়।

কালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম.কামরুল হাসান বলেন, এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। তবে অভিযুক্ত জামাতা সাইদুল এখনও পলাতক রয়েছে।

এ প্রসঙ্গে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি