০১:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সাংবাদিক, ইউপি সদস্যসহ করোনায় নতুন আক্রান্ত ১১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এক সাংবাদিক, ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতাসহ নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১২৪ জন করোনা ‘পজিটিভ’ ব্যক্তি শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের এক বাসিন্দা রয়েছেন। তিনি একটি জাতীয় দৈনিকের মির্জাপুর প্রতিনিধি (৩৫)। তাঁর স্ত্রী (২৫) এবং একই গ্রামের ৫০, ৩৫ ও ৩০ বছর বয়সী আরও তিনজন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্ত অন্যদের মধ্যে রয়েছেন মির্জাপুর সদরের ইউনিয়নপাড়া এলাকার একজন বাসিন্দা (৬০), কলেজ রোডের এক বাসিন্দা (৫০), গোড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য (৪০), গোড়াই নাজিরপাড়া এলাকার বাসিন্দা জেলা শ্রমিক লীগের এক নেতা (৭১), তাঁর এক নাতি (১১) এবং সোহাগপুর গ্রামের এক নারী (২৩)।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৩ জুন ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো পাঁচজনের নমুনার মধ্যে চারজনের এবং গত ১৫ জুন পাঠানো ৩৫ জনের নমুনার মধ্যে আংশিক ফলাফলে সাতজনের করোনা ‘পজিটিভ’ এসেছে। আজ সোমবার সকালে আইপিএইচ থেকে বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।

মির্জাপুরে এ পর্যন্ত শনাক্ত ১২৪ জনের মধ্যে তিনজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৩১ জন। অন্যরা নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তি ও তাঁদের আশপাশের লোকজনের বাড়ি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি