১২:৫৫ এএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৭ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে দরিদ্র এক বর্গাচাষীর ধান কেটে দিয়েছেন এলাকার শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের কৃষক মাহবুব হোসেনের ধান কেটে বাড়ি পৌঁছে দেন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, কৃষক মাহবুব হোসেন পেশায় একজন চা-বিক্রেতা। কচুয়া বাজারে চা বিক্রির পাশাপাশি তিনি এবার ৩৫ শতাংশ জমি বর্গা নিয়ে বোরো চাষ করেন। দুই মাস ধরে চা বিক্রি বন্ধ। হাতে কোনো টাকা পয়সাও ছিল না তার। অভাবের তাড়নায় ধান কাটতে পারছিলেন না।

এমন খবর পেয়ে সখীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, এলাকাবাসী ওই কৃষকের ধান কেটে দেয়ার ব্যবস্থা করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় সোমবার সকালে তারা ৩৫ শতাংশ ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটতে সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী সিকদার, প্রধান শিক্ষক তুলা মিয়া, কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিন্টু মিয়া, সাইফুল ইসলাম, সাবেক সদস্য আবুল হাশেমসহ আরও অনেকেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গরিব কৃষকের ধান কেটে দেয়ার ক্ষেত্রে সহযোগিতার উদ্যোগ নিয়েছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী সিকদার বলেন, এই মহামারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত।

প্রধান শিক্ষক তুলা মিয়া বলেন, কৃষক ও চা-বিক্রেতা মাহবুবের ছেলে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মাহবুব একজন অভিভাবক। এ দুর্যোগে একজন অভিভাবকের পাশে দাঁড়াতে পেরে আনন্দ লাগছে।

বর্গাচাষী মাহবুব বলেন, ধান কাটা নিয়া চিন্তায় ছিলাম। সম্মানী মানুষগুলো আমার ক্ষেতের ধান কেটে দিল। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

আপনার মন্তব্য লিখুন...

মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি