১২:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১০ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনামুক্ত প্রথম ব্যক্তি সোহাগ

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তদের প্রথম ব্যক্তি হিসেবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভূঞাপুর উপজেলার খন্দকার সোহাগ। আর এই ভাইরাসে প্রথম মৃত্যুবরণ করেছেন ঘাটাইলের মহিউদ্দিন। খবর প্রথম আলো।

সুস্থ্য হওয়ার পর ময়মনসিংহের এসকে হাসপাতাল থেকে বুধবার বাড়িতে ফিরেছেন সোহাগ (২২)। আর মহিউদ্দিন (২৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন। লাশ বুধবার ঢাকাতেই দাফন করা হয়েছে।

ভূঞাপুরে গোবিন্দাসি ইউনিয়নে জিগতলা গ্রামের খন্দকার সোহাগ ঢাকা থেকে বাড়িতে আসার পর করোনার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। পরীক্ষার পর ১২ এপ্রিল রাতে আইইডিসিআর থেকে জানানো হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে তাঁকে চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে আবার পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তিনি করোনাভাইরাসমুক্ত হয়েছেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ নাছরিন পারভীন খন্দকার সোহাগের সুস্থ্য হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি এলাকায় ফিরেছেন।

খন্দকার করোনায় আক্রান্ত হওয়ার পর সোহাগের বাড়ির অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তাঁদের সবার পরীক্ষার ফল 'নেগেটিভ' এসে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ওদিকে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউরি গ্রামের রুস্তম আলীর ছেলে মহিউদ্দিন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল থেকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, মহিউদ্দিন মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন। তাঁর বড় ভাই আব্দুস সালাম জানিয়েছেন, বুধবার মহিউদ্দিনকে ঢাকাতেই দাফন করা হয়েছে।

মহিউদ্দিন আগে থেকেই কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। মহিউদ্দিন করটিয়া সরকারি সা'দত কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫ বাবার ভোট দিতে এসে ছেলে আটক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি