সোনালী, জনতা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে মোট ২১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত এই তিন ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার’ পদে লোক নেওয়া হবে।
সম্প্রতি জাতীয় দৈনিকে বাংলাদেশ ব্যাংক এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ৬ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই ঠিাকানায় https://erecruitment.bb.org.bd আবেদন করতে পারবেন।
সোনালী ব্যাংক লিমিটেডে নেওয়া হবে পাঁচজন, জনতা ব্যাংক লিমিটেডে ১৫ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একজন নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর বয়স ১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে তা ৩২ বছর।
এসআর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...