০৩:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

এঘটনায় বুধবার (০১ জানুয়ারি) মাসুদের মেয়ে ভূঞাপুর থানায় বাবাকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিতা মাসুদের স্ত্রী জানান, হিন্দু ধর্মাবলম্বী হয়েও মাসুদকে বিয়ে করি। মাসুদের সাথে প্রেমের সম্পর্ক থাকায় গত ২০ বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি। বিয়ের পর বেশ ভালই ছিলো তাদের সংসার। তাদের একটি মাত্র মেয়ে রয়েছে। ইতোমধ্যেই  মেয়েটিরও বিয়ে হয়েছে। গত দুই তিন বছর যাবৎ মাসুদ মাদকসহ নানা অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েছে। মাদক সেবন করে গভীর রাতে বাড়ি ফিরে বাড়ির আসবাব পত্র ভাংচুরসহ আমাকে মারধর করতো। আস্তে আস্তে তার মাদক সেবনের পরিমান বেড়ে যায় এবং নিয়মিত সে এখন বাড়িতেই মাদক সেবন করে।

তিনি আরো জানান, বুধবার (০১ জানুয়ারি) ভোরে সে নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। এর আগে দুই দিন সে কোথায় ছিলো জানতে চাওয়ায় এলোপাথারীভাবে মারপিট করতে থাকে। একপর্যায়ে গলা টিপে হত্যার চেষ্টা করে মাসুদ। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হই।

এদিকে নির্যাতিতার মেয়ে মন্নি আক্তার (১৮) জানান, দীর্ঘ দিন যাবৎ তার বাবা তার মাকে নানাভাবে অত্যাচার করে আসছে। সে নেশা করে প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরে এবং মাঝে মাঝেই রাতে পতিতা নিয়ে এসে ফুর্তি করে। প্রতিবাদ করলে মাকেসহ আমাকেও মারধর করে।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ জানান, পারিবারিক কারণে স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি হয়েছে। টিউবওয়েলে কাজ করার সময় পড়ে ব্যাথা পেয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব হোসেন জানান, বুধবার সকালে নির্যাতিতা মূমূর্ষ অবস্থায় ভর্তি হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, এব্যাপারে নির্যাতিতার মেয়ে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তপুর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি