০৭:৩২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তারুটিয়া হাট 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী তারুটিয়া হাটটি সঙ্কুচিত হয়ে বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, পাশের বিসিক শিল্পনগরী সম্প্রসারিত করতে গিয়ে দীর্ঘ ৬৫ বছরের পুরনো হাটটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। 

জানাগেছে, ১৯৫৫সালে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় দেলোয়ার মহুরি, ইব্রাহিম খান, রশিদ খান, ইয়াছিন হাজী, আব্দুল মন্নান, খালেক খান, কালু খানদের ঐকান্তিক প্রচেষ্টায় ৯০ শতাংশ ভূমির উপর তারুটিয়া হাট প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে প্রতি রোববার হাট এবং প্রতিদিন সকাল ও বিকালে বাজার বসে থাকে। 

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, ঘারিন্দা ও দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের সাধারণ মানুষ ওই হাটে হরেক রকমের দ্রব্য বেঁচাকেনা করেন। সঙ্কুচিত হতে হতে হাটটি ৯০ শতাংশ থেকে এখন মাত্র ৪০-৪৫শতাংশে এসে পৌঁছেছে। বাজারে বর্তমানে ২৫০টি স্থায়ী দোকান রয়েছে। হাটের দিনে দোকানীরা সড়ক-মহাসড়কেতর পাশে মালামাল নিয়ে বসেন। এতে যানজট সহ চলাফেরায় দুর্ভোগ পোহাতে হয়। 

তারুটিয়ার ব্যবসায়ী আয়নাল হক, শামীম মিয়া, হামিদ মিয়া, নয়ন খান গনি, ঠান্ডু মিয়া, মো. ফরিদ হোসেন সহ অনেকেরই দাবি, পাশের বিসিক শিল্প এলাকা সম্প্রসারিত করায় তারুটিয়া হাট ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিসিকের রুগ্ন দুটি শিল্প কারখানা হাটের জায়গায় বসানো হয়েছে। ফলে হাট সঙ্কুচিত হয়ে গেছে। বিসিক এখন তারুটিয়া হাট ধ্বংস করে শিল্প কারখানা স্থাপন করতে তৎপরতা চালাচ্ছে।

তারুটিয়া বাজার সমিতির সভাপতি মোবারক হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. রায়হান খান জানান, তারাও বিসিকের উন্নয়নের পাশাপাশি শিল্প কারখানার উন্নয়ন চান। দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী হাট-বাজার অক্ষুন্ন রেখে আশপাশের জায়গা হুকুম দখল করে বিসিকের সম্প্রসারণ করার দাবি জানান তারা।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি