০৯:০৯ এএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে বই বিতরণ, ১ শিক্ষার্থী অসুস্থ্য

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রখররোদে দাড় করানোর অভিযোগ উঠেছে। এসময় অনুষ্ঠানে দাড়িয়ে থাকা ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য মিরাজ ওই বিদ্যালয়ের ‘ঘ’ শাখার শিক্ষার্থী। তবে অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী শিক্ষা কর্মকর্তার অযুহাতে অনুষ্ঠান ৬ঘন্টা পর শুরু করেন। 

বুধবার (০১ জানুয়ারী) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে।  

জানা গেছে, উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বই নেয়ার জন্য সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে শুরু করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠের মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেয়। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে মঞ্চে উপস্থিত হলেও উপজেলা শিক্ষা অফিসার আসতে দেরি করেন। পরে শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম বিদ্যালয়ে আসার পর দুপুর ২টার দিকে বই উৎসব অনুষ্ঠান শুরু হয়। আর এতে শিক্ষার্থীরা প্রায় ৬ঘন্টা রোদে দাড়িয়ে থাকায় তারা অসুস্থ্যবোধ করে। এসময় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মিরাজ অসুস্থ্য হয়ে মাটিতে পড়ে যায়। পরে শিক্ষক সাইফুল ইসলাম তাকে উদ্ধার করে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিলে মিরাজ সুস্থ্য হয়। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, গোবিন্দাসীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আল মুজাহিদ শাহিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। 

অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত অনেকেই জানান, দেরিতে অনুষ্ঠান শুরু হওয়ার কারণে একজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী সকালে না খেয়ে বই নিতে এসেছে, তাদের ঘন্টার পর ঘন্টা মাঠে দাড় করিয়ে রাখা ঠিক হয়নি।
শিক্ষার্থী অসুস্থ্য হওয়া ঘটনা অস্বীকার করে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বই উৎসব অনুষ্ঠানে কোন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে গেছে এটা জানা নেই। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, অনুষ্ঠান দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ সকাল থেকে শিক্ষার্থীদের হাজির করা ঠিক হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের অপব্যবস্থাপনার কারনে শিক্ষার্থী অসুস্থ্য হতে পারে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি