০৬:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-৫

অবশেষে নৌকা প্রতিকেই নির্বাচনে ছানোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মহাজোটের একক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল নাকি আওয়ামী লীগের নৌকা? এ নিয়ে সৃষ্টি হওয়া ধূম্যজালের অবসান হয়েছে। 

অবশেষে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি এ আসনটির প্রার্থিতার সঙ্কট নিরসনে দলীয় বৈঠক শেষে নৌকার প্রার্থী হিসেবে আলহাজ্ব ছানোয়ার হোসেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন বলে জানা গেছে।

রাত সাড়ে ১১টায় কলেজপাড়া মোড়ের অস্থায়ী নির্বাচনী প্রচারণা কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করে নৌকার প্রার্থী ছানোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি এ আসনটির প্রার্থিতার সঙ্কট নিরসনে দলীয় বৈঠক শেষে নৌকার প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন। তবে আসনটিতে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সফিউল্লাহ আল মুনিরও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন বলেন, একটি মহল নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে অপপ্রচার চালায়। টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী ছানোয়ার হোসেনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও গুজব ছড়ায়। তবে এ আসনে মহাজোটের আওয়ামী লীগের নৌকা আর জাতীয় পার্টির লাঙ্গল স্ব স্ব প্রতীকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখার সিদ্ধান্তই বহাল রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির শফিউল্লাহ আল মনিরের নাম বলেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।

এ বিষয়ে তিনি বলেন, আমরা মহাজোট গঠন করেছি। টাঙ্গাইল-৫ (সদর) আসনে আমরা ছানোয়ার হোসেনকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিয়েছি। সেখানে জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মনিরও প্রার্থী রয়েছে। মহাজোটের ঐক্য ধরে রাখতে হবে। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার পক্ষে টাঙ্গাইল বাসির কাছে ভোট চান।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি