০৪:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সমাপনী পরীক্ষায় ঝড়ে পড়ল ১৭৬ জন শিক্ষার্থী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় ৫ হাজার ৯শ’ ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন শিক্ষার্থী ঝড়ে পড়েছে। 

এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১১৩ জন এবং এবতেদায়ী পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্থী ঝড়ে পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।  দারিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ায় এসব শিক্ষার্থী ঝড়ে পড়েছে বলে জানা গেছে। 

জানা যায়, উপজেলার ১৫টি কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৫ হাজার ২শ’ ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫শ’ ৯জন ছাত্র এবং ২ হাজার ৭শ’ ২৪ জন ছাত্রী  অংশ নেয়।  রোববারের ইংরেজি পরীক্ষায় ১১৩ জন অনুপস্থিত। এদের মধ্যে ৭১ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী। 

অন্যদিকে এবতেদায়ী পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ৭০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২১ জন ছাত্র এবং ২৮১ জন ছাত্রী অংশ নেয়।

ইংরেজি পরীক্ষায় ৬৩ জন অনুপস্থিত। এদের মধ্যে ৫১ জন ছাত্র এবং ১২ জন ছাত্রী। 

বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক বলেন, ‘ঝড়ে যাওয়া শিক্ষার্থীরা যথারীতি ফরম পূরণ করার পর তাদের নামে প্রবেশপত্রও আসে।  কিন্তু তারা পরীক্ষায় অংশ নেয়নি।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাজী নূরুল ইসলাম বলেন, ‘পরীক্ষায় অনুপস্থিতির বিষয়টি উদ্বেগজনক।  আগামীতে যাতে অনুপস্থিতির হার কমিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।’  

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, ‘দারিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঝড়ে পড়েছে।  আগামীতে অনুপস্থিতির হার শূন্যের কোঠায় আনতে চেষ্টা অব্যাহত থাকবে।’  

আপনার মন্তব্য লিখুন...

রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি