০৯:১৯ পিএম | টাঙ্গাইল, সোমবার, ৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেই প্রতিবন্ধী গর্ভবতীর স্থান সরকারি আশ্রয় কেন্দ্র

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে টাঙ্গাইল থেকে সেই মানসিক প্রতিবন্ধী ৬ মাসের অন্ত:সত্বা তরুনীকে (২৫) গাজীপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের পর তাকে আশ্রয়কেন্দ্রে পাঠায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা কার্যালয়ের টাঙ্গাইলের উপ-পরিচালক। 

টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহালম বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরে কালিহাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলি। তিনি উপজেলার নারান্দিয়া থেকে বৃহস্পতিবার বিকালে মানসিক প্রতিবন্ধী ওই তরুনীকে তার তত্বাবধায়নে নেন। 

কালিহাতী থানায় সাধারণ ডায়েরী করার পর তাকে গাজীপুরের কাশিমপুরে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ এর আদেশের মাধ্যমে তাকে গাজীপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ডে বুধবার ওই তরুনীকে পাওয়া যায়। স্থানীয়রা তাকে নিয়ে নিকটস্থ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে যান। সেখানে দায়িত্বরত পরিদর্শিকা মর্জিনা বেগম প্রাথমিক পরীক্ষা শেষে বলেন, মানসিক প্রতিবন্ধী এই মেয়ে ৬ মাসের গর্ভবতী। সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং গায়ে জ¦র রয়েছে। তার সুচিকিৎসা প্রয়োজন। এভাবে পথে পথে ঘুরতে থাকলে সে মারাও যেতে পারে।  
 
মেয়েটি তার নাম-পরিচয়, গ্রাম-ঠিকানা কিছুই বলতে পারেনি। সে রাস্তায় কে বা কাদের দ্বারা ধর্ষিত হয়ে গর্ভবতী হয়েছে, নাকি গর্ভবতী হয়ে বাড়ি থেকে চলে এসেছে এবিষয়েও কিছু জানা যায়নি। স্থানীয়দের ধারণা মানসিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে মানুষ নামক কোন পশু বা পশুদের দ্বারা ধর্ষিত হয়েই সে গর্ভবতী হয়েছে। 

টাঙ্গাইল জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ বলেন যদি মানসিক প্রতিবন্ধী ওই তরুনী ধর্ষিত হয়ে গর্ভবতী হয়ে থাকে, তবে অপরাধীদের খুঁজে বের অবশ্যই শাস্তি দিতে হবে। তা না হলে সমাজের এই ভয়াবহ ব্যাথি রোধ করা সম্ভব হবে না। 

ধর্ষনের ফলে মেয়েটির বাচ্চা হলে এর দায়ভার কে নেবেন কিংবা বাচ্চাটি কার পরিচয়ে বড় হবে? 


 

আপনার মন্তব্য লিখুন...

মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি