০২:৫৬ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লাঙ্গলে নয় নৌকায় ভোট চাইলেন জাপা’র মোজ্জাম্মেল!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে প্রার্থী থাকা স্বত্ত্বেও আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনের পক্ষে নৌকা প্রতিকে ভোট চাইলেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কান্ডারীখ্যাত সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজ্জাম্মেল হক।

শুক্রবার রাতে টাঙ্গাইল পৌরসভার তার নিজ এলাকায় পাতুলী পাড়া জামে মসজিদ মাঠে নির্বাচনী পথ সভায় তিনি ছানোয়ার হোসেনের জন্য নৌকায় ভোট চান। তবে একই আসনে নিজ দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা না করে নৌকায় ভোট চাওয়ায় দলীয় অভ্যন্তরীন কোন্দল আবারো প্রকাশ্যে আসলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে নির্বাচনী এলাকায়। ঘটনাটি এখন টক অব দা টাউনে পরিণত হয়েছে। সেই সাথে জাতীয় পার্টির দীর্ঘদিনের কান্ডারি আলহাজ¦ মোজাম্মেল হকের বিশাল কর্মী সমর্থকরা নৌকার পক্ষে অবস্থান নেওয়ায় লাঙ্গলের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে বলে অভিমত প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভোট প্রার্থনাকালে তিনি বলেন, নৌকায় ভোট চাইছি বলে আমি আওয়ামীলীগে যোগ দেইনি। টাঙ্গাইলে লাঙ্গল মানে মোজ্জাম্মেল হক, আর কোন কিছু নাই। কোন অতিথি পাখিরও লাঙ্গলে প্রয়োজন নাই। আমি এরশাদ সাহেবকে বলেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাওলাদারকেও বলেছি টাঙ্গাইলে লাঙ্গল মানে মোজ্জাম্মেল হক তা প্রমাণ করে দিব আমি।

এসময় আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ সদর  আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুজ্জামান সোহেল, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন প্রমুখ।

উল্লেখ্য, এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জাতীয় পার্টির দুঃসময়ে টাঙ্গাইল জেলার হাল ধরেন আলহাজ¦ মোজাম্মেল হক। তিনি একক নেতৃত্বে ও অর্থায়নে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখেন। বিগত ২০০৯ সালের নির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি নির্বাচিতও হোন। পরবর্তীতে ঋণ খেলাপী মামলায় উচ্চ আদালতের আদেশে তার সংসদ সদস্য পদ চলে যায়। তখন নির্বাচনে দ্বিতীয় অবস্থান করা জেলা বিএনপির সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান সংসদ সদস্য হিসেবে ঘোষিত হন। 

দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে জয়লাভ করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলহাজ¦ মোজাম্মেল হক।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি