১১:১৯ এএম | টাঙ্গাইল, সোমবার, ১৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মাঝি ছানোয়ার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত প্রার্থীর চিঠি হাতে পেয়ে নৌকার মাঝি হলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ  ছানোয়ার হোসেন।

এলাকায় জনপ্রিয়তা এবং জনমত জরীপের ভিত্তিতে অবশেষে তিনি দ্বিতীয় বারের মত দলীয় টিকিট পেলেন বলে জানা গেছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় বিজয়ী হয়ে ২৯ জানুয়ারি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেন আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়েই টানা দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন এর নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলায় প্রতিটি ইউনিয়নে অভাবনীয় উন্নয়ন হয়েছে বলেও দাবি করেছেন তার সমর্থকরা। তাদের দাবী, প্রতিটি উন্নয়ন আজ দৃশ্যমান এবং সকলে কাছে প্রশংসিত হয়েছে। 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে টাঙ্গাইল সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা তার সমর্থকদের।

নবম সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম। ঋণ খেলাপী হয়ে তিনি সে সময় সংসদ সদস্য পদ হারান। সে থেকেই জাতীয় পার্টির টাঙ্গাইল-৫ (সদর) টি পুনরায় ফিরে পেতে চেষ্টা করছে।

টাঙ্গাইল-৫ সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৬৫২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৫০৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৪৮ জন।

আপনার মন্তব্য লিখুন...

গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত  ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ ঘাটাইলের ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় বহন ক শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বায়েজিদকে মাভাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি