ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের নির্বাচনী ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন উপজেলার মুক্তিযোদ্ধারা।
আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান জাহাজমারা খ্যাতিপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের ছেলে। আতিক বেসরকারি টেলিভিশন চ্যালেন দেশটিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও মোজাফফর আলী খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান,আব্দুস ছাত্তার ভূইয়া, বাবুল খান, আবুল কাশেম, খসরু, হোসেন আলী, মজিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান।
সভায় বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ইউসুফ আলী, আবু তাহের মিয়া, কমলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচনী প্রচারণা নামেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...