টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন কৃষকের উন্নয়নের জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। সরকারের এই উদ্যোগের ফলে কৃষি ক্ষেত্রে বিপ্লব দেখা দিয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি খাতে উন্নয়ন সহায়তার অংশ হিসেবে ভর্তুকি মূল্যে ৫ জন উদ্যোক্তা কৃষকের মাঝে ধান কাটার কম্বাইন হারবেস্টার মেশিন বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ নূরুল আলম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাহফুজুর রহমান কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, প্রতিটি হারবেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ ৫০ হাজার টাকা। এই টাকার মধ্যে ১৫ লাখ ৭৫ হাজার টাকা সরকার এবং বাকি টাকা উদ্যোক্তা কৃষক পরিশোধ করে থাকেন।
হারবেস্টার পাওয়া উদ্যোক্তারা কৃষকরা হলেন, উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মোসাম্মদ রহিমা ইয়ার, আনাইতারা ইউনিয়নের ফতেপুর গ্রামের আতিকুর রহমান, একই গ্রামের আশিক মিয়া, ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের সুষমা রানী সরকার, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের আব্দুর রহমান।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...