টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এইচএম হাবিবুর রহমান সরকারের বাবা ইসমাইল হোসেন সরকার বুধবার দিবাগত রাত ৯টার দিকে কালিহাতী উপজেলার কুরুয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিজ কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিৃৃৃরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে, শতবর্ষী বাবাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরদিন বৃহস্পতিবার সকাল ১১টায় কুরুয়া গোরস্থান সংলগ্ন মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে কুরুয়া সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
টাঙ্গাইল ও কালিহাতীর সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা জানাজা নামাজে উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও কালিহাতী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...