০৬:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উচ্চ আদালতের রায়ে আনন্দিত

সমবায় মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের আনন্দর‌্যালী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | | ৫৪৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পরিচালিত সমবায় সুপার মার্কেটের পুরাতন ব্যবসায়ী মালিকদের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টে রায় প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরন করেছেন পুরাতন ১৫৫ জন দোকান মালিক।

রোববার সকালে এ র‌্যালীর আয়োজন করা হয়।

সমবায় সুপার মার্কেটের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সমবায় সুপার মার্কেটের সামনে এসে পথসভার আয়োজন করে।

পথসভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহবায়ক শাহআলম খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, বশির আহমেদ, দেলোয়ার হেসেন, মামুনুর রহমান প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী গোলাপ হোসেন, মোঃ ইউসুফ আলী, হারুন আল রশিদ, বিপ্লব আনছারী, আজিজুল হক গিনি সহ সাধারন ব্যবসায়ীরা।

উলে­খ্য, ২০১৩ সালের ১৬ এপ্রিল টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ১৫৫ জন দোকান মালিককে বিনা নোটিশে উচ্ছেদ ও মার্কেট ভবন ভেঙ্গে ফেলেন টাঙ্গাইল সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিঃ এর তৎকালিন কর্তৃপক্ষ। এ নিয়ে উচ্চ আদালতে চলমান মামলার রায়ে মার্কেটের পুরাতন মালিকদের স্ব স্ব স্থানে দোকান বরাদ্দ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

এছাড়াও ১২ ডিসেম্বর ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত ও ব্যাংকের পরিচালনা পর্ষদের এডক কমিটি গঠণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

আপনার মন্তব্য লিখুন...

রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি মাভাবিপ্রবিতে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি অয়ন-সম্পাদক নাগরপুরে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রচারণায় এগিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজ টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি