০৪:৩৪ পিএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ড. আব্দুর রাজ্জাক

সংবিধান অনুযায়ি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ জুলাই ২০১৭ | | ২৮৭
, টাঙ্গাইল :

২০১৮ সালে নির্বাচন চায় বিএনপি। চাইছে সহায়ক সরকার। এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক উলে­খ করে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় ক্ষমতায় থাকবে, এটাই নিয়ম। শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, পাশ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা এবং অন্যান্য উন্নত দেশ যুক্তরাষ্ট্র, কানাডা অস্টেলিয়াসহ সকল দেশে ক্ষমতায় থাকে যে সরকার তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের দায়িত্ব থাকে সীমিত কার্যক্রমের। আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এটাই আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠণ দাবি করে তিনি বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন বানচাল করতে ৫’শটি নির্বাচনী কেন্দ্র তারা পুড়িয়েছে। স্কুল কলেজ ধ্বংশ করেছে। পেট্রোল বোমা মেরেছে, আগুন লাগিয়েছে, পুলিশের মাথা ফাটিয়েছে, মানুষ হত্যা করেছে। নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়ে ২০১৫ সালে টানা তিন মাস একটানা হরতাল অবরোধ দিয়েছে। এই তিনমাসে ১৫০জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তিনি আরো বলেন, ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে সয়ংসম্পূর্ন হয়েছে। ২০০৯ থেকে আজ পর্যন্ত চাল, গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চাল উৎপাদন হয়েছে ৩ কোটি ৫০ লাখ টন আর গম, ভুট্টাসহ দানা জাতীয় খাদ্য উৎপাদন হয়েছে ৩ লাখ ৮০ লাখ টন। শুধু খাদ্য আর কৃষিতে নয় অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সাফল্য উল্লেখযোগ্য ও অভুতপূর্ব। স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধণ করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার মোল্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুনাহার চাপা, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামছুল হক রেজা। টাঙ্গাইল জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী এ, টি, এম আনিসুর রহমান বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, যুগ্ম সাধারন সম্পাদক এম, পি, এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মীর শামীম উদ্দিন, ত্রান ও সমাজকল্যান সম্পাদক রেজাউল করিম রেজা। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক এডভোকেট মোঃ শামস্ উদ্দিন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি