০৪:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | | ১৮০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আদ্হাম হোমিও সেন্টারের পরিচালক ডা. জহিরুল ইসলাম জহিরের উদ্যোগে সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর এ এম মডেল জুনিয়র স্কুলের আয়োজনে বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ সকালে মগড়া ইউনিয়নের এ এম মডেল জুনিয়র স্কুল প্রাঙ্গণে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজের প্রভাষক ও আদ্হাম হোমিও সেন্টারের পরিচালক ডা. জহিরুল ইসলাম জহির বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক রতন সিদ্দিকী, সেবক এর নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, জজ কোর্টের এ্যাডভোকেট এপিপি মোহাম্মদ আলমাস মিয়া ও ১ নং মগড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম খোকা প্রমুখ।

এছাড়া আয়নাপুর এ এম মডেল জুনিয়র স্কুলের শিক্ষক মতিয়ার রহমান মতি, সহকারী ডা. জুলিয়া আক্তার, কানিজ ফাতেমা, নুরুন্নাহার ও মনিরা আক্তার উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলকে বসন্ত, হাম, ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস্ ও কলেরা রোগের প্রতিষেধক (ভ্যাক্সিন) খাওয়ানো হয়।

এছাড়া এর আগে সকালে খিদির সরকারী প্রাথমিক বিদ্যালয়েরও প্রায় চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদেরকে বিন্যামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজের প্রভাষক ও আদ্হাম হোমিও সেন্টারের পরিচালক ডা. জহিরুল ইসলাম জহির জানান, “টাঙ্গাইল জেলার প্রায় ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবং হতদরিদ্র মানুষের মাঝে আমি নিজস্ব উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। এ পর্যন্ত যেসকল মানুষদেরকে ছয়টি রোগের হোমিও প্রতিষেধক দেওয়া হয়েছে তারা কেউ উপরোক্ত ছয়টি রোগে আক্রান্ত হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি